নতুন দিল্লি, ৩ ডিসেম্বর: অবাক করার মতো ঘটনা। পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা নিজেদের দূতাবাস কর্মীদের বেতন পর্যন্ত দিতে পারছে না। আর একথা জানাচ্ছেন খোদ দূতাবাস কর্মীরাই। সার্বিয়ায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের (Pakistan's Embassy in Serbia) টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, মুদ্রাস্ফীতি আগের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে, আপনি ইমরান খান (Prime Minister Imran Khan) কতদিন আশা করেন যে আমরা সরকারি কর্তারা চুপ করে থাকব। গত ৩ মাস ধরে বেতন না পেয়ে আপনার জন্য কাজ করব। ফি না দেওয়ার কারণে আমাদের বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এটাই কি নয়া পাকিস্তান?"
পরের টুইটে লেখা হয়েছে, "আমি দুঃখিত ইমরান খান। কিন্তু, এছাড়াও আমাদের আর কোনও পথ ছিল না।
I am sorry @ImranKhanPTI, am not left with another option.
— Pakistan Embassy Serbia (@PakinSerbia) December 3, 2021
পাকিস্তানে মুদ্রাস্ফীতি গত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যার ফলে বিরোধী দলগুলি বিক্ষোভ দেখাচ্ছে। খাদ্যের দাম দ্বিগুণ হয়েছে। ঘি, তেল, চিনি, আটা ও মুরগির মাংসের দাম রেকর্ড বেড়েছে।