লাহোর, ১৫ মার্চ: ইমরান খানের (Imran Khan) বাড়ির চারপাশ থেকে সরিয়ে নেওয়া হল নিরাপত্তা রক্ষী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির চারপাশে যাতে কোনও নিরাপত্তা রক্ষী মোতায়েন না থাকে, তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে পাক প্রশাসনের তরফে। ইমরান খানকে গ্রেফতারির নির্দেশ সম্প্রতি দেওয়া হয় ইসলামাবাদের একটি আদালতের তরফে। জামিন অযোগ্য ধারায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগেই ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে পুলিশ পৌঁছলে, প্রায় গোটা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ যাতে ইমরান খানকে গ্রেফতার করতে না পারে, তার জন্য মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেন পিটিআইয়ের অসংখ্য কর্মী, সমর্থক। পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষও শুরু হয়। পিটিআইয়ের কর্মী, সমর্থকদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে। সেই সঙ্গে জল কামানও ব্যবহার করে পুলিশ। তা সত্ত্বেও পিটিআই কর্মী, সমর্থকদের সরিয়ে ইমরান খানকে গ্রেফতারকরতে পারেনি পাকিস্তান পুলিশ।
View this post on Instagram