An aircraft of a domestic air carrier slipped off the runway at Kathmandu Airport. (File Image)

দিল্লি, ৩ নভেম্বর: শ্রীনগর-শারজা বিমান যাত্রায় প্রভাব ফেলল পাকিস্তান। শ্রীনগর (Srinagar) থেকে শারজায় (Sharjah) পৌঁছতে পাকিস্তান (Pakistan) নিজেদের আকাশসীমা ভারতকে (India) ব্যবহার করতে দেবে না। ইসলামাবাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। তিনি বলেন,  ২০০৯-২০১০ সালে ঠিক এমনই ব্যবহার করে পাকিস্তান। ওই সময় শ্রীনগর থেকে দুবাইগামী (Dubai) বিমানকে তাদের দেশের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ইসলামাবাদ জানায়।  ২০১০ সালের পর ফের ২০২১-এ হাজির হয়ে একই সিদ্ধান্তের পুনরাবৃত্তি করা হল পাকিস্তানের তরফে। ইসলামাবাদ যাতে শিগগিরই এই সিদ্ধান্ত থেকে সরে আসে, সে বিষয়ে আশা প্রকাশ করেন ওমর আবদুল্লা।

আরও পড়ুন: Dengue: দেশজুড়ে বাড়ছে ডেঙ্গি, দেশের ৯ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ দল পাঠাল কেন্দ্রীয় সরকার

পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে শ্রীনগর থেকে শারজায় পৌঁছতে আরও এক ঘণ্টা বেশি সময় লাগবে যাত্রীদের। শ্রীনগর থেকে শারজা যেতে হলে ঘুরপথে উদয়পুর,আহমেদাবাদ, ওমান হয়ে তবে সেই বিমানকে শারজায় পৌঁছতে হবে বলে জানা যাচ্ছে।

গত ২৩ অক্টোবর শ্রীনগর বিমানবন্দর থেকে শারজাগামী উড়ানের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ ১১ বছর পর উপত্যকা থেকে সংযুক্ত আমিরশাহীর শারজার সঙ্গে উপত্যকার বিমান চলাচল ফের চালু করেন অমিত শাহ। এরপরই পাকিস্তানের তরফে জানানো হয়, শ্রীনগর-শারজা বিমান চলাচলে ভারত তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।