Pakistan Rakes Up Kashmir Issue: 'জম্মু ও কাশ্মীর থেকে অবিলম্বে বিধি নিষেধ তুলুক ভারত' করোনাভাইরাস বিষয়ক সার্কের বৈঠকে দাবি পাকিস্তানের
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জাফর মির্জা (Photo Credit: ANI)

নতুন দিল্লি, ১৫ মার্চ: সার্কভুক্ত (SAARC) দেশগুলির সঙ্গে করোনাভাইরাস (coronavirus) নিয়ে ভিডিয়ো কনফারেন্সে করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। দেশবাসীকে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সে ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবেয়া রাজাপক্ষে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিথ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানের রাষ্ট্রপতি আসরাফ গনি ও পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জাফর মির্জা (Zafar Mirza)। দূরশিক্ষার ক্ষেত্রে ভারতের সাহায্য চাইলেন আফগান প্রেসিডেন্ট। করোনাভাইরাসের মোকাবিলায় জরুরি ভিত্তিতে তহবিল তৈরির প্রস্তাব দেন মোদি। ভারত ১০ মিলিয়ন ডলার দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

করোনাভাইরাস বিষয়ক বৈঠক হলেও জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জাফর মির্জা। কাশ্মীর থেকে বিধি নিষেধ তুলে নেওয়ার কথা বলেন তিনি। জাফর মির্জা বলেন, "এটি উদ্বেগের বিষয় যে জম্মু ও কাশ্মীর থেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই স্বাস্থ্য জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে, এই অঞ্চল থেকে সমস্ত বিধি নিষেধ দ্রুত তুলে নেওয়া জরুরি।" তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি যে সার্ক সচিবালয় আমাদের এমন এক প্ল্যাটফর্ম সরবরাহ করবে যা আমাদের একত্রিত করতে পারে এবং আমরা বিশ্বাস করি যে সার্কের সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা, অভিজ্ঞতা এবং তহবিল গঠনের জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।" আরও পড়ুন: Coronavirus Jolts Terror Group ISIS: করোনাভাইরাস নিয়ে জঙ্গিদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা জারি সন্ত্রাসবাদী সংগঠন ISIS-র

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসের মোকাবিলায় জরুরি তহবিল তৈরির প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, "একটি তহবিল তৈরির প্রস্তাব দিচ্ছি। এই তহবিলে আমর সবাই অর্থ দেব। ভারত এই তহবিলের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার প্রাথমিকভাবে দিতে পারে।"