Imran Khan Wins Trust Vote: পাকিস্তানে কাটল রাজনৈতিক সঙ্কট, আস্থাভোটে জয়ী ইমরান খান
ইমরান খান (Photo Credits: PTI)

ইসলামাবাদ, ৬ মার্চ: আপাতত রাজনৈতিক সঙ্কট কাটল পাকিস্তানে (Pakistan)। আস্থাভোটে (Trust Vote) জয়ী হয়ে বহাল থাকল ইমরান খানের (Imran Khan) সরকার। পাক সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থাভোটে জয়ী হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আজই আস্থাভোটের প্রস্তাব পেশ করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সেই প্রস্তাব গৃহীত হওয়ার পরই ভোটাভুটি হয়। সরকার টিকিয়ে রাখতে হলে ইমরানের পক্ষে ১৭২ ভোট দরকার ছিল। তাঁর পক্ষে যায় ১৭৮ ভোট। ফলে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন ইমরান।

শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোট চান ইমরান খান। আস্থায় হেরে গেলে বিরোধী আসনে বসতে তিনি রাজি বলে এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েও দেন। পাকিস্তানে সেনেট নির্বাচনের বেশ কয়েকটি আসনে বিরোধী জোটের কাছে পরাজিত হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের দল। এরপরেই বিরোধীরা ইমরান খানের ‘সম্মানজনক’ ইস্তফার দাবিতে সরব হয়েছেন। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান।

আরও পড়ুন, ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ১৮,৩২৭ জন, মৃত্যু ১০৮ জনের

এর আগে আজ পিএমএল-এন নেতা আহসান ইকবালের মাথা লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন ইমরানের দল পিটিআই-এর এক কর্মী। সেই জুতো ইকবালের মাথায় লাগে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে বিরোধী দলগুলির উদ্দেশে স্লোগান দিতে থাকেন পিটিআই কর্মীরা। পিএমএল নেতা শাহিদ খাকান আব্বাসি ও নেত্রী মরিয়ম আওরঙ্গজেবকে হেনস্থা করেন পিটিআই কর্মীরা। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।