Imran Khan (Photo Credits: PTI)

ইসলামাবাদ, ৩ এপ্রিল: আজ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে (Pakistan National Assembly) ইমরান খান (Imran Khan) সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের (No-Trust Motion) উপর ভোটাভুটি হবে। ইতিমধ্যেই কয়েকটি জোটসঙ্গী দল সমর্থন তুলে নেওয়াতে সংসদে সংখ্যালঘু হয়ে পড়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (Pakistan Tehreek-e-Insaf)-র নেতৃত্বাধীন জোট সরকার। সরকারের সমর্থনে থাকা সাংসদ সদস্য সংখ্যা ১৪২-তে নেমে এসেছে। অন্যদিকে, বিরোধীদের শক্তি বেড়ে হয়েছে ১৯৯। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল করতে যৌথ বিরোধী দলের ১৭২ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন।

এটা মনে করা হচ্ছে যে প্রাক্তন ক্রিকেটার ইমরান খান নিজের দলের পাশাপাশি সর্বশক্তিমান পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনও সমর্থন হারিয়েছেন। আরও পড়ুন:  Pakistan Political Turmoil: কোনও প্রস্তাব দেওয়া হয়নি প্রধানমন্ত্রীকে, ইমরান খানের দাবি ওড়াল পাকিস্তান সেনা

যদিও চাপের মুখে পড়েও ইমরান বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না, শেষ বল পর্যন্ত লড়াই করবেন। গতকাল তিনি সমর্থকদেরকে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে নামার আবেদন জানান। তিনি বলেন, তাঁর সরকারকে ফেলতে আমেরিকা ষড়যন্ত্র করেছে।