Imran Khan, Reham Khan (Photo Credit: Twitter/Instagram)

ইসলামাবাদ, ১ এপ্রিল: পাকিস্তান জুড়ে বিশৃঙ্খলা তৈরি করেছেন ইমরান খান (Imran Khan)। পাকিস্তান (Pakistan) জুড়ে ইমরান যে বিশৃঙ্খলা তৈরি করেছেন, সাধারণ মানুষকে তা প্রতিরোধ করতে হবে। নয়া পাকিস্তান গড়তে ইমরানের তৈরি বিশৃঙ্খলাকে শেষ করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান (Reham Khan)। রেহাম নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন। সেখানে ইমরান খান ইতিহাস বলে মন্তব্য করেন তিনি। এরপরই নয়া পাকিস্তান গড়তে সে দেশের সাধারণ মানুষকে একযোগে বিশৃঙ্খলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন রেহাম খান।

 

২০১৮ সালে পাকিস্তানে ক্ষমতা দখল করেন ইমরান খান। নয়া পাকিস্তান গড়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হন। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হন ইমরান খান। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর নয়া পাকিস্তান তো দূর অস্ত, সে দেশের সার্বিক উন্নয়নের গতি অবরুদ্ধ হয়ে পড়ে বলে অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুন: Matua: বারাসাতে মতুয়াদের বাসে হামলার অভিযোগ, দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে হাবড়ায় ট্রেন অবরোধ

সম্প্রতি ইমরান কানের প্রধানমন্ত্রিত্বের পদ যখন টলমল, সেই সময়  প্রাক্তন ক্রিকেটারকে একহাত নেন তাঁর প্রাক্তন স্ত্রী। এমনকী, পাকিস্তান জুড়ে ইমরান খান যে বিশৃঙ্খলা তৈরি করেছেন, তাকে সবাই মিলে প্রতিহত করে নয়া পাকিস্তান গড়তে হবে বলে মন্তব্য করেন রেহাম খান।