Pahalgam Attack Mastermind (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ সেপ্টেম্বর: পহেলগামে জঙ্গি হামলার মাস্টার মাইন্ড (Pahalgam Attack Mastermind) সইফুল্লা কাসুরিকে ফের দেখা গেল বিষ ওগরাতে। ভারতের (India) বিরুদ্ধে বিষ উগরে দিতে দেখা যায় পহেলগামের মাস্টার মাইন্ডকে। যেখানে সইফুল্লাকে বলতে শোনা যায়, 'ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। জম্মু কাশ্মীর একদিন তাদের হবে। পাকিস্তানের মানুষকে যেমন তারা রক্ষা করতে জানে, তেমনি শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতেও দেখা যাবে।' এমন মন্তব্য করে সইফুল্লা কাসুরি। পাকিস্তানের ভাওয়ালপুরে দাঁড়িয়ে ফের সইফুল্লা কাসুরির মত কুখ্যাত জঙ্গিকে দেখা যায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে, হুমকি দিতে।

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানি (Pakistani Terrorists) জঙ্গিরা। বৈসরণ ভ্যালিতে হত্যা করা হয় পরপর ২৬ জনকে। পহেলগামের ঘটনায় নড়ে ওঠে প্রায় গোটা বিশ্ব। এরপরই পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক বাতিল করা হয়।

পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে যেমন সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক বাতিল করা হয় তেমনি ৭ মে মধ্যরাতে শুরু হয় অপারেশন সিঁদূরে। যে অপারেশনের আঘাতে পাকিস্তানের ভাওয়ালপুর, মুরিদকে, মারকজ় তইবার মত একাধিক জায়গায় ভেঙে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি। সেই সঙ্গে প্রায় ১০০ জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা।

আরও পড়ুন: Pakistani Terrorist Tears After Operation Sindoor Video: অপারেশন সিঁদূরের আঘাত, মুরিদকের ভেঙে পড়া জঙ্গি ঘাঁটির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি লস্কর কমান্ডারের, ফের খুলল পাকিস্তানের মুখোশ, ভিডিয়ো

পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছে পহেলগাম হামলার মাস্টার মাইন্ড কাসুরি...

 

পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদূরের পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সমস্ত সম্পর্ক বাতিল করা হয়েছে। যার প্রভাব সম্প্রতি হয়ে যাওয়া এশিয়া কাপের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের উপরও পড়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচে সলমন আগাদের সঙ্গে হাত মেলায়নি সূর্য কুমার যাদবের দল। এমনকী খেলা শেষের পর পাকিস্তানি খেলোয়াড়দের সামনেই ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। যা নিয়ে পাকিস্তান রেফারির কাছে অভিযোগ করে ঠিকই কিন্তু কোনও ফল হয়নি।