Lashkar-e-Taiba Terrorist (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ সেপ্টেম্বর:  এবার ফের পাকিস্তানের (Pakistan) মিথ্যাচার ভেঙে দিল লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba Terrorist)। অপারেশন সিদূঁর (Operation Sindoor) নিয়ে পাকিস্তান যে মিথ্যাচার করেছিল, এবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে তা নস্যাৎ করে দিল লস্কর কমান্ডার কাসিম। মুরিদকের যে বিশাল জঙ্গি ঘাঁটি গত ৭ মে ভেঙে দেয় ভারতীয় সেনা অপারেশন সিঁদূরের সময়, তার উল্লখ করল লস্কর কমান্ডার।

লস্কর কমান্ডার কাসিমের একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কাসিমকে বলতে শোনা যায়, ভারতের অপারেশন সিঁদূর মুরিদকের জঙ্গি ঘাঁটি তছনছ করে দিয়েছে। তবে মুরিদকের জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হলেও, তা আবার নতুন করে তৈরি হচ্ছে। জঙ্গিদের থাকার জন্য ওই মসজিদ আগের তুলনায় আরও বড় করে গঠন করা হবে বলে বলতে শোনা যায় লস্কর-ই-তইবার ওই কমান্ডারকে।

প্রসঙ্গত পাকিস্তানের শেখুপুরা জেলায় অবস্থিত এই মুরিদকে। আর এই মুরিদকেই ছিল জঙ্গিদের অন্যতম বড় ঘাঁটি। তবে মারকজ় তইবায় লস্করের আরও একটি আস্তানা রয়েছে।

পাক পাঞ্জাবে অবস্থিত মারকজ় তইবার ওই ঘাঁটিতে চলে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির। যেখানে কেউ জখম হলে, তাকে কীভাবে চিকিৎসা করা হবে, তার প্রশিক্ষণ যেমন দেওয়া হয়। তেমনি ঘোড়া চালানো, সাঁতার সবকিছু শেখানো হয় বলে ওই লস্কর জঙ্গিকে বলতে শোনা যায়।

আরও পড়ুন: Jaish Commander On Operation Sindoor: অপারেশন সিঁদূরে নিহত জঙ্গিদের শেষকৃত্য পাক সেনাকে দিয়ে করায় অসীম মুনির, জইশ কমান্ডার মুখোশ খুলছে পাকিস্তানের

পাকিস্তান সরকার যে কীভাবে জঙ্গিদের লালন পালন করে প্রশিক্ষণ দিয়ে, তা ফের প্রকাশ্যে এল। পাকিস্তানের জঙ্গি প্রোপাগন্ডার শিকড় মাটির নীচে কতদূর বিস্তৃত, তা কেউ জানে না। আর শেহবাজ় শরিফ সরকারের এই জঙ্গিদের লালন পালন করার ভিডিয়ো খোদ সে দেশ থেকে প্রকাশ্যে আসতে শুরু করেছে। পাকিস্তান চেষ্টা করেও জঙ্গিদের এই ভিডিয়ো আটকাতে পারেনি। তা ভাইরাল হয়ে যায়।

দেখুন লস্কর কমান্ডার অপারেশন সিঁদূর নিয়ে কী বলছে...

 

এর আগে জইশ-ই-মহম্মদ জঙ্গি ইলিয়াস কাশ্মীরিকে শোনা যায় মাসুদ আজাহার এবং অপারেশন সিঁদূর নিয়ে মুখ খুলতে। ইলিয়াস কাশ্মীরি জানায়, ভারতের অপারেশন সিঁদূরের আঘাতে মাসুদ আজাহারের পরিবার খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে। মাসুদ আজাহারের পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে ভাওয়ালপুরে।

ইলিয়াস কাশ্মীরির ওই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার লস্কর জঙ্গি কমান্ডার কাসিমকে দেখা যায়, মুরিদকের ধ্বংস হয়ে যাওয়া জঙ্গি ঘাঁটির সামনে দাঁড়িয়ে অপারেশন সিঁদূরের আঘাত নিয়ে বলতে। অপারেশন সিঁদূরে যে পাকিস্তানের জঙ্গিদের পিঠে বেদম প্রহার করেছে, তা জইশ, লস্কর কমান্ডারদের ভিডিয়ো থেকে স্পষ্ট।