ইসলামাবাদ: ভয়ানক অচলাবস্থা সৃষ্টি হয়েছে পাকিস্তানে (Pakistan)। তেল কোম্পানিগুলি (Pakistan oil industry) অপরিশোধিত তেল (crude oil) ও পেট্রোলিয়াম পণ্যগুলি (petroleum products) জোগাড় করতে প্রচণ্ড সমস্যায় পড়েছে বলে জানা গেছে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে। বিদেশি মুদ্রার অভাব (foreign exchange), বিশ্ব বাজারে এই জাতীয় পণ্যের দাম, বিশেষ করে বর্তমানে পাকিস্তানের মুদ্রার দাম কমে যাওয়া ও কেন্দ্রীয় ব্যাঙ্কের পলিসি রেটের (central banks policy rate) বৃদ্ধির ফলে এই অবস্থা হয়েছে।
#Pakistans oil industry reportedly in serious trouble in arranging #crudeoil & #petroleum products owing to foreign exchange constraints & prevailing product pricing, particularly following recent currency depreciation & increase in central banks policy rate, media reports said. pic.twitter.com/dc5ddWqedz
— IANS (@ians_india) March 8, 2023
সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ৩৬টির বেশি তেল বিক্রিকারী সংস্থা ও পরিশোধনাগারগুলির সংগঠন অয়েল কোম্পানিজ অ্যাডভাইসারি কাউন্সিলের (Oil Companies Advisory Council) তরফে হুঁশিয়ারি (warned) দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই সমস্যার মুখে পড়া পাকিস্তানের তেল সরবরাহ ব্যবস্থা (supply chain) এর ফলে ভয়াবহ সমস্যার মধ্যে পড়বে। ভেঙে পড়তে পারে পুরো ব্যবস্থাটিই।
Oil Companies Advisory Council (OCAC) an association of more than three-dozen major oil marketing companies (#OMCs) and refineries has warned of a major disruption to the already fragile supply chain.
— IANS (@ians_india) March 8, 2023