পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ চৌধুরী। (Photo: Twitter/@fawadchaudhry)

ইসলামাবাদ, ৬ অগাস্ট: সংবিধানের ৩৭০ ধারা খারিজ, জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা কেড়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা। ভূ স্বর্গকে দু'ভাগে ভাগ করা। কাশ্মীর নিয়ে ভারতের সরকারের সিদ্ধান্তে যুক্তিহীন দাবি করলেন পাকিস্তানের মন্ত্রী ফওয়াদ হুসেন চৌধুরী (Fawad Hussain Chaudhry)-র। ইমরান খান (Imran Khan) মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ফওয়াদ বলেন, ভারত কাশ্মীর (Kashmir)-কে আরও একটা প্যালেস্তাইন বানানোর চেষ্টা করছে। জোর করে চাপানো হলে ইসলামাবাদ যুদ্ধের জন্য তৈরি আছে বলেও পাকিস্তানের তথ্য মন্ত্রী ফওয়াদ চৌধুরী হুমকি দেন।

নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের গঠন ও জনবিন্যাস পরিবর্তন করে আরেকটা প্যালেস্তাইন বানানোর চেষ্টা করছে বলেও পাক মন্ত্রীর অভিযোগ। এরপর মন্ত্রী তাদের পার্লামেন্টের সদস্যদের বলেন, এখন আমাদের নিজেদের মধ্যে না লড়াই করে রক্ত, চোখের জল, ঘাম, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারতকে জবাব দেওয়ার সময় এসেছে। আসলে কাশ্মীরে মোদি সরকারের নয়া সিদ্ধান্তে পাকিস্তানে কোণঠাসা অবস্থা প্রধানমন্ত্রী ইমরান খানের। আরও পড়ুন-থমথমে কাশ্মীরে ৩ মাসের খাবার মজুত আছে, ১৪৪ ধারার গেরোয় কোনও সমস্যা হবে না

সংবিধানের ৩৭০ নম্বর ধারা খারিজ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ায় ইমরান খান ও তাঁর দল তেহরিক-ই-ইনসাফ-এর উপর বেজায় চটেছেন পাক নাগরিকদের এক বড় অংশ। আর তাই ইমরান খানের মন্ত্রিসভার সদস্য যুদ্ধের কথা বলে হাওয়া গরম করলেন বলে মনে করা হচ্ছে

এদিকে, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সংসদে যৌথ অধিবেশনের শুরুতে গরহাজির থাকলেন প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে থেকে হাই কমিশনার প্রত্যাহারের বিষয়েও কিছু জানাননি ইমরান খান।