Imran Khan's Party Leader (Photo Credit: Twitter)

দিল্লি, ১৬ মে: ইমরান খানের গ্রেফতারির পর থেকে অশান্ত পাকিস্তান (Pakistan)। আল কাদির ট্রাস্ট-সহ একাধিক মামলায় ইমরান খান জামিন পাওয়ার পর লাহোরে নিজের বাসভবনে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইমরান খান যখন লাহোরে নিজের বাসভবনে রয়েছেন, সেই সময় পিটিআইয়ের অন্যতম নেতা ফাওয়াদ চৌধুরী কার্যত নাটক জুড়ে দিলেন ইসলামাবাদ আদালত চত্ত্বরে। জামিন পাওয়ার পর ফাওয়াদ চৌধুরী গাড়ি থেকে নেমে ফের দৌঁড়ে আদালত চত্ত্বরে প্রবেশ করেন।  আদালতের বাইরে বেরোলে যদি গ্রেফতার করা হয়, সেই ভয়েই ফাওয়াদ চৌধুরী ফের দৌঁড়ে স্কুল চত্ত্বরে প্রবেশ করেন। দেখুন সেইভিডিয়ো...

 

ইমরান খানের গ্রেফতারির পর উত্তপ্ত হয়ে ওঠে প্রায় গোটা পাকিস্তান।  পাক পাঞ্জাব, লাহোর-সহ একাধিক জায়গায় আগুন ধরিয়ে, সরকারি সম্পত্তি নষ্ট  করতে শুরু করেন পিটিআইয়ের কর্মী, সমর্থকরা।  পিটিআই কর্মী, সমর্থকদের বিক্ষোভে যখন উত্তাল পাকিস্তান, সেই সময় গ্রেফতার করা হয় ফাওয়াদ চৌধুরীকে। ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক মামলায় জড়িয়ে যায় পিটিআইয়ের এই নেতার নাম। যার জেরে তাঁকে গ্রেফতার করে পাকিস্তানি রেঞ্জার্সরা।

সংবাদসংস্থা ডন-এর খবর অনুযায়ী, ফাওয়াদ চৌধুরী জামিন পেয়ে আদালতের বাইরে এলে, ,তাঁকে পৃথক মামলায় গ্রেফতারির জন্য তৈরি ছিল পুলিশ।  যা আন্দাজ করতে পেরেই গাড়ি থেকে নেমে তড়িঘড়ি ফের আদালতে প্রবেশ করেন ইমরান খানের (Imran Khan) সহযোগী।