ইসলামাবাদ, ৩১ মার্চ: বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের মানুষের উদ্দেশে কিছু বলবেন ইমরান খান। ৩১ মার্চ বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এমনই জানালেন সে দেশের আভ্যন্তরীণ মন্ত্রী সেখ রসিদ আহমেদ।
Prime Minister Imran Khan likely to give an address today evening, says Pakistan's Interior Minister Sheikh Rashid Ahmed while talking to media today
(Source: Radio Pakistan) pic.twitter.com/XoMg9gUtYr
— ANI (@ANI) March 31, 2022
এদিকে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) সঙ্গে বিল গেটসের (Bill Gates) ছবি ঘিরে জের জল্পনা শুরু হয়েছে। বিল গেটসের সঙ্গে ইমরান খানের যে ছবি প্রকাশ করা হয়, সেখানে একটি অদ্ভুদ অবয়ব প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, ইমরান খান যেখানে বসে বৈঠক করেছেন, সেখানে ১৩ জনের বসার আসন রয়েছে। অথচ সেখানে বসে রয়েছেন ১২ জন। একটি আসন ফাঁকা কেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইমরান খানের বৈঠকের সেই ছবি প্রকাশ্যে আসতেই স্থানীয় সংবাদ মাধ্যমগুলি দাবি করে, প্রধানমন্ত্রীর পাশে যে 'ভূতের' মত অবয়ব রয়েছে, তা আসলে নতুন গোয়েন্দা প্রধান নাদিম আনজুমের। নাদিম আনজুমের ছবি কেন ইমরান খানের পাশ থেকে মুছে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
আরও পড়ুন: Pakistan: বিল গেটসের সঙ্গে ইমরান খানের ছবি ঘিরে রহস্য, বিপাকে পড়তে পারেন পাক প্রধানমন্ত্রী
জানা যায়, ইমরান খানের সঙ্গে যখন নাদিম আনজুমের ছবি প্রকাশ করা হয়, সেই সময় তাঁকে আইএসআই প্রধান হিসেবে নিযুক্ত করার কথা চলতে শুরু করে। কিন্তু আনজুমের নিয়োগে বিলম্ব করতে শুরু করেন ইমরান খান। পাক প্রধানমন্ত্রী আইএসআই প্রধানের নিয়োগে বিলম্ব করলেও, সেনাপ্রধান জাভেদ বাজওয়া আনজুমকে গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করে ফেলেন। ফলে জেনারেল বাজওয়ার সঙ্গে পাক প্রধানমন্ত্রীর রেষারেষির জেরেই ইমরান খানের ওই ছবি থেকে আনজুমকে মুছে দেওয়ার অভিযোগ ওঠে।
এসব জল্পনার মাঝেই এবার ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।