লাহোর, ২৮ অক্টোবর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দেখতেই 'ঘড়ি চোর ঘড়ি চোর' বলে স্লোগান উঠল। লাহোর সিভিল কোর্টের বাইরে ইমরান খান হাজির হতেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখে 'ঘড়ি চোরের' স্লোগান ওঠে। যা শুনে সেখান থেকে কার্যত মাথা নীচু করে সরে যান ইমরান খান। প্রসঙ্গত তোষাখানা বিতর্কের জেরে ইমরান খানকে নিয়ে এক সময় জোর চর্চা শুরু হয় পাকিস্তান জুড়ে। তোষাখানা বিতর্কের জেরে ইমরান খানকে দেখে এবার 'ঘড়ি চোর' বলে স্লোগান দিতে শুরু করেন বেশ কিছু মানুষ। লাহোর সিভিল কোর্টের বাইরে পিটিআই-এর কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা হাজির হলেও, ইমরান খানকে দেখেই স্লোগান দিতে শুরু করেন বহু মানুষ।
Lawyers chant 'Ghari Chor Ghari Chor' as Imran Khan visits Lahore Bar Association#DialoguePakistan #GhariChor #Chant #ImranKhan #Lahore #BarAssociation pic.twitter.com/FGhZXvRTkx
— Dialogue Pakistan (@DialoguePak) October 27, 2022
প্রসঙ্গত বিদেশ থেকে প্রধানমন্ত্রীকে কোনও উপহার দিলে, তা সরকারি তোষাখানায় রাখার নিয়ম পাকিস্তানে। বিদেশ থেকে আগত উপহার ইমরান খান কেন নিজের মর্জি মাফিক অন্যকে দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তোষাখানা বিতর্কের জেরেই এবার ইমরান খানকে দেখে 'চোর চোর' বলে স্লোগান দিতে শুরু করেন বহু মানুষ।