দিল্লি, ২৮ অগাস্ট: নিজের জীবনের আশঙ্কায় ভুগছেন ইমরান খান (Imran Khan)। পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান দাবি করেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) এবং সেনা প্রধান যে কোনওদিন তাঁকে খতম করে দিতে পারে। তাঁর যদি কোনও কিছু হয়, তাহলে আইএসআই এবং পাক সেনা প্রধান দায়ি থাকবেন বলেও প্রকাশ্যে ঘোষণা করেন পিটিআই প্রধান। বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি ইমরান খান। ওই জেলে তাঁর নিরাপত্তার খুঁটিনাটি দেখভাল করে আইএসআই এবং পাক সেনা প্রধান অসিম মুনির। ফলে তাঁর যদি কিছু হয়ে যা তাহলে সেনা প্রধান অসিম মুনির এবং আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল তার জন্য দায়ি থাকবেন বলে তোপ দাগেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
এসবের পাশাপাশি ইমরান খানের আরও দাবি, আদিয়ালা জেলের যে কুঠুরিতে তাঁকে রাখা হয়েছে, তা জ্বলন্ত অগ্নিকুণ্ডের সমান। কিন্তু এত কষ্ট সহ্য করতে হলেও, তাঁর আপত্তি নেই। তিনি এর থেকে নিসতার চান না বলেও জানান ইমরান খান।