Khawaja Asif On Pakistan Flood (Photo Credit: X)

দিল্লি, ২ সেপ্টেম্বর: ভয়াবহ বন্যায় ভাসছে পাকিস্তান (Pakistan)। বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ (Pakistan Punjab Province)। দীর্ঘ কয়েক দশকে এমন বন্যা পাকিস্তান কখবও দেখেনি বলে জানা যাচ্ছে। পাকিস্তানের নীচু এলাকাগুলি যেমন ডুবে গিয়েছে, তেমনি ঘর, বাড়ির ভিতরে জল ঢুকে কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, ভয়াবহ বন্যার জেরে পাকিস্তান ২.৪ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মানুষ যখন প্রতি মুহূর্ত বন্যার (Pakistan Flood) সঙ্গে লড়াই করছেন, সেই সময় হঠাৎ আলটপকা মন্তব্য করলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Pak Defence Minister Khawaja Asif)।

পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই বন্যা যেন আশীর্বাদ। বন্যার জল মানুষ সংরক্ষণ করে রাখুন। যে সমস্ত মানুষ বন্য়ার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তাঁদের উচিত সময় নষ্ট না করে ওই জল সংরক্ষণ করা। যে কোনওভাবে বন্যার জল বাড়িতে সংরক্ষণ করে রাখুন বলে মন্তব্য করেন খোয়াজা আসিফ।

আরও পড়ুন: Pakistan Floods: পাকিস্তানে ভয়াবহ বন্যা, লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন

যে সমস্ত মানুষ বাড়িতে বসে রয়েছেন, তাঁরা বালতি, টিউবের মত জিনিসপত্র নিয়ে গিয়ে বন্যার জল সংরক্ষণ করুন বলে বন্যা পীড়িত মানুষকে পরামর্শ দেন খোয়াজা আসিফ।

এসবের পাশাপাশি কোনও বড় প্রকল্প না করে, পাকিস্তান ছোট ছোট বাধ তৈরি করবে। যাতে এই বন্যার জল ওই সমস্ত বাধ ধরে রাখতে পারে, তার জন্যই সেগুলি তৈরি করা হবে বলে জানান খোয়াজা আসিফ।

শুনুন বন্য়া নিয়ে কী বললেন খোয়াজা আসিফ...

 

পাকিস্তান ভাসছে বন্যায়

এই মুহূর্তে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ২ মিলিয়ন মানুষ বন্যার থাবায় গৃহহীন, খাবারহীন অবস্থায় রয়েছেন। পাঞ্জাবের মন্ত্রী আজমা বোখারি এই তথ্য প্রকাশ করেন। বন্যার জেরে গত জুন মাস থেকে এখনও পর্যন্ত ৮৫৪ জনের মৃত্য়ু হয়েছে বলেও জানান আজমা বোখারি।