Pakistan FC Forces Bus Under Attack, 12 Soldiers Killed (Photo Credits: X)

ইসলামাবাদ, ১৬ মার্চঃ বালোচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের (Jaffar Express Hijack) ঘটনার পর আরও এক জঙ্গি হানার ঘটনা। এবার সামলা সোজা পাক সেনার কনভয়ের উপর। জঙ্গি বাহিনীর গুলিতে ঝাঁঝরা ১২ জন পাক সেনা। আহত বহু।

জাফর এক্সপ্রেস অপহরণের পর থেকেই উত্তাপ বাড়ছে পাকিস্তানে (Pakistan)। সফল সেনা অভিযানে অধিকাংশ পণবন্দিরা মুক্তি পেলেও বালোচ লিবারেশন আর্মির হাতে খুন হয়েছেন বহুযাত্রীই। পাক সেনার দেড় দিনের অভিযান শেষে উদ্ধার হয়েছেন পণবন্দিরা। পাক সেনা জানায়, নিকেশ করা হয়েছে জঙ্গি দলের প্রতিটা সদস্যকে। তবে কি এবার পাকিস্তান সেনার উপর পালটা জবাব দিল বালোচ জঙ্গিরা।

প্রথমে বিস্ফোরণ এবং তারপরে গুলির বৃষ্টি করতে করতে জাফর এক্সপ্রেসের দখল নিয়েছিল বিএলে (Balochistan Liberation Army)। গোটা দুনিয়ার ইতিহাসে আস্ত ট্রেন অপহরণের এমন ঘটনা অতি বিরল। বালোচিস্তানের কুনরি স্টেশনের কাছে ট্রেন ছিনতাইয়ের ঘটনার পরে এবার নোশকিতে পাক সেনার বাসে হামলার ঘটনা ঘটল।

পাক কনভয়ে জঙ্গি হামলা, নিহত ১২ সেনাঃ

রবিবার রিজিওনাল কর্পোরেট ডেভেলপমেন্ট এন-৪০ হাইওয়ের রক্ষনী মিল এলাকায় পাকিস্তানি এফসি বাহিনীর বাসে হামলা চালানো হয়। প্রচণ্ড গতিতে ধেয়ে আসতে শুরু করে গুলি। জঙ্গি বাহিনীর গুলিবর্ষণের জেরে ১২ জন পাক সেনা নিহত হয়েছেন। ২৬ জনেরও বেশি সেনা আহত হন। অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার অভিযান শুরু করেছে।