আফগানিস্তানে (Afghanistan) আকাশ পথে হামলা চালাল পাকিস্তান (Pakistan)। যার কড়া নিন্দা করা হল ভারতের তরফে। আফগানিস্তানে যেভাবে আকাশপথে হামলা চালানো হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে দ্ব্যার্থহীন ভাষায় তার নিন্দা করে ভারতের বিদেশ মন্ত্রক। পাকিস্তান সব সময় নিজেদের ব্যার্থতা ঢাকতে প্রতিবেশীর উপর দোষারোপ শুরু করে। এবারও তার অন্যথা হয়নি। সেই কারণেই আফগানিস্তানের উপর পাকিস্তানে এহেন হামলা চালিয়েছে বলে সোমবার মন্তব্য করে বিদেশ মন্ত্রক। প্রসঙ্গত পাকিস্তানি বায়ুসেনা কোনও কিছু ভাবনাচিন্তা না করে আফগান নাগরিকের উপর হামলা শুরু করেছে। যার জেরে আফগানিস্তানের মহিলা থেকে শিশু প্রত্যেকে আক্রান্ত হচ্ছেন বলে কড়া নিন্দা করে দিল্লি। প্রসঙ্গত ডিসেম্বর মাসে তালিবানের (Taliban) তরফে পাকিস্তানের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করা হয়। পাক হামলার জেরে ডিসেম্বরেই আফগানিস্তানে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে তালিবান সরকারের তরফে জানানো হয়। আকাশ পথে পরপর হামলা চালিয়ে আফগান মহিলা, শিশুদের উপর হামলা চালানো হচ্ছে পাকিস্তানের তরফে। বিশেষ করে বারমেলের পাকতিকা প্রদেশে। আফগানিস্তানের এই পাকতিকা প্রদেশে পাকিস্তানি বায়ুসেনা একাধিকবার হামলা চালিয়েছে বলে বিবৃতি প্রকাশ করা হয় তালিবান সরকারের তরফে।

দেখুন বিদেশ মন্ত্রকের তরফে কী জানানো হল...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)