কাবুল, ১৬ এপ্রিল: এবার তালিবানের (Taliban) আফগানিস্তানে (Afghanistan) বিমান হামলা চালাল পাকিস্তান। এমনই একটি খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে প্রকাশ, আফগানিস্তানের খোস্ত প্রদেশে শুক্রবার পাকিস্তান (Pakistan) বিমান হামলা চালায়। যার জেরে নিহত কমপক্ষে ৩০। আফগানিস্তানে পাকিস্তানের হামলার জেরে যে ৩০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়।
Media reports as well as interviews with a number of eyewitnesses show that Pakistani forces have carried out airstrikes in two areas in the eastern Kunar and the southeastern Khost provinces of Afghanistan on Friday nigh...1/4#TOLOnews
— TOLOnews (@TOLOnews) April 16, 2022
রিপোর্টে প্রকাশ, আফগানিস্তানের খোস্ত প্রদেশের স্পুরা জেলায় হামলায় ছক আগে থেকেই কষছিল পাক বিমান বাহিনী। সেই অনুযায়ী, শুক্রবার সকালে হামলা চালানো হলে ৩০ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: Russia-Ukraine War: কিভকে অস্ত্র সাহায্য করলে ফল ভুগবে আমেরিকা, ন্যাটো, সুর চড়াল রাশিয়া
অন্যদিকে আজ সকাল ৯টা নাগাদ পাকিস্তানি সেনার সঙ্গে তালিবান পুলিশের সংঘর্ষ শুরু হয় গরবেজ জেলায়। পাক, আফগান সংঘর্ষের জেরে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।