Iran Hijab Row (Photo Credit: Twitter)

তেহরান, ১০ নভেম্বর: মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর থেকে উত্তাল ইরান (Iran) । ২২ বছেরর মাহশার মৃত্যুর পর থেকে ইরানের রাজধানী তেহরান-সহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানের বিভিন্ন শহরের পাশাপাশি গ্রামেও ছড়ায় বিক্ষোভ। উত্তাল ইরানের এবার ধর্মগুরুদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন মহিলারা। সম্প্রতি ইরানে বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। যেখানে ইরানের ধর্মগুরুরা মহিলাদের হিজাব পরতে বললে, পালটা কথা শোনানো হয়। এমনকী, ধর্মগুরুরা যাতে নিজেদের ব্যাগ গুছিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান, সে বিষয়ে চিৎকার জুড়ে দেন বহু বিক্ষোভকারী। এমনকী ধর্মগুরুরা মহিলাদের হিজাব পরতে বললে, প্রকাশ্যেই তাঁদের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করন মহিলারা। সবকিছু মিলিয়ে ইরানে হিজাব বিরোধী আন্দোলনের জেরে মহিলা বিক্ষোভকারীদের তোপের মুখে একাধিক ধর্মগুরু। এমনকী, ইরানের মহিলারা কেউ হিজাব পরবেন না বলে তাঁরা স্পষ্ট জানিয়ে দিতে শুরু করেন।

 

প্রসঙ্গত মাহশা আমিনি নামে বছর ২২-এর এক তরুণীর মৃত্যুর পর থেকেই উত্তাল হতে শুরু করে ইরান।