দিল্লি, ৯ অক্টোবর: অপারেশন সিঁদূরের সময় ভারত তছনছ করে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। যার মধ্যে অন্যতম জইশ-ই-মহম্মদের (Jaish-e-Muhammad) আস্তানা। ছারখার হয়ে গিয়েছে জইশের বাহাওয়ালপুর জঙ্গি ক্যাম্প। অপারেশন সিঁদূরের পর (Operation Sindoor) 'জামাত-উল-মোমিনাথ' গড়ছে জইশ-ই-মহম্মদ। জইশের প্রথম মহিলা শাখা হিসেবে কাজ করবে এই মোমিনাথ। যার মাথায় বসানো হচ্ছে কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারের (Masood Azhar) বোনকে।
রিপোর্টে প্রকাশ, মাসুদ আজাহারের (Masood Azhar) বোন সাদিয়া আজাহারকে এই জামাত-উল-মোমিনাথের মাথায় বসানো হচ্ছে। অপারেশন সিঁদূরের আঘাতে সাদিয়া আজাহারের স্বামী ইউসুফ আজাহার নিহত। স্বামীর মৃত্যুর পর মহিলা জঙ্গি কর্তা হিসেবে জামাত-উল-মোমিনাথেৎ খাতায় নাম তুলতে চলেছে সাদিয়া আজাহার।
গত ৭ মে পাকিস্তানের মারকজ় সুভানআল্লা বেসে লুকিয়ে ছিল মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার এবং তার স্বামী ইউসুফ আজাহার। অপারেশন সিঁদূরের আঘাত মারকজ় সুভাবআল্লা বেসে পড়তেই নিহত হয় ইউসুফ আজাহার। স্বামীর মৃত্যুর পর জঙ্গি দাদার ছত্র ছায়ায় থেকে এবার জইশের মহিলা শাখার প্রধান হয়ে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে চলেছে এই সাদিয়া।
জানা যাচ্ছে, পাকিস্তানের বাহাওয়ালপুর, করাচি, মুজ়ফফরাবাদ, কোটলি, হরিপুর, মানসেরা থেকে বিভিন্ন মহিলাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে জইশ-ই-মোমিনাথ নামে মাসুদ আজাহারের ওই মহিলা শাখা।
একাধিক জঙ্গি সংগঠনকে দেখে মহিলা শাখা খোলার সিদ্ধান্ত জইশের
হামাস, বোকো হারাম, আইসিস, এলটিটিই-র মত একাধিক জঙ্গি সংগঠনকে দেখে জামাত-উল-মোমিনাথ গঠন করছে জইশ-ই-মহম্মদ। এই জামাত-উল-মোমিনাথে থাকবে না কোনও পুরুষ জঙ্গি। মহিলাদের নিয়েই এই জঙ্গি শাখা গড়ছে মাসুদ আজাহার।