Masood Azhar (Photo Credit: Twitter)

দিল্লি, ৯ অক্টোবর: অপারেশন সিঁদূরে (Operation Sindoor) পাকিস্তানি (Pakistani Terrorist) জঙ্গিদের ঘায়েল করা হয়েছে। পাক মদতপুষ্ট জঙ্গিদের পরপর নিকেষ করেছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদূরে পাকিস্তানি জঙ্গিদের নিকেষ করে, পাক এয়ার ডিফেন্স সিস্টেমকে খোঁড়া করে দিয়ে এসেছে ভারত। অপারেশন সিঁদূরে ভারতের হাতে মার খাওয়ার পর এবার মহিলাদের কাজে লাগাতে চাইছে মাসুদ আজাহার (Masood Azhar)।

অপারেশন সিঁদূরে একের পর এক জঙ্গি নিকেষের জেরে জইশ-ই-মহম্মদ যখন হাত, পা ভেঙে বসে রয়েছে, সেই সময় নতুন ঘোষণা করল মাসুদ আজাহার। এবার মহিলাদের সরাসারি মানুষ মারার জন্য মাঠে নামাতে চাইছে মাসুদ আজাহার। অপারেশন সিঁদূরে ভারতের হাতে মারধর খেয়ে এবার জামাত-উল-মোমিনাত গড়ছে জইশ-ই-মহম্মদ। এই জামাত-উল-মোমিনাতে মহিলাদের যুক্ত করার কাজও মাসুদ শুরু করেছে বাহাওয়ালপুরের মারকাজ উসমান-ও-আলীতে। রিপোর্টে এমন  তথ্য প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

অপারেশন সিঁদূরের সময় জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুরে সদর দফতরে আঘাত করা হয়। যার জেরে বাহাওয়ালপুরের জইশের সদর দফতর প্রায় গুঁড়িয়ে যায়। সেই সঙ্গে মৃত্যু হয়একের পর এক জঙ্গির। অপারেশন সিঁদূরে ভারতের হাতে মারধর খেয়ে এবার নয়া পন্থা নিয়ে ঘোরার চেষ্টা চালাচ্ছে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ।

গত ৭ মে ভারতীয় সেনার অপারেশন সিঁদূরের আঘাতে মাসুদ আজাহারের বোন সাদিয়া এবং তার স্বামী ইউসুফ আজাহার নিহত হয়। কুখ্যাত জঙ্গি নেতার পরিবারের আরও বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর মেলে। ওই ঘটনার পর এবার ফের নতুন করে মহিলাদের নিয়ে জঙ্গি বাহিনী গড়ার চেষ্টা চালাচ্ছে মাসুদ আজাহার।

আইসিসস, বোকো হারাম, হামাসের মত একাধিক জঙ্গি গোষ্ঠীতে মহিলাদের নিয়োগ করা হয়। এবার ওই জঙ্গি গোষ্ঠীগুলির মত জইশেও মহিলাদের নিযোগ শুরু করেছে মাসুদ আজাহারের মত কুখ্যাত জঙ্গি নেতা।

ভবিষ্যতে যে কোনও ধরনের অপারেশনের ক্ষেত্রে যাতে মহিলা মানব বোমা তৈরি করে আঘাত করা যায়, জইশ সেই চেষ্টা চালাতে শুরু করেছে এবার প্রাণপন।