ট্রেন উল্টে বিপত্তি। কন্টেনার থেকে বিষাক্ত তরল নির্গমনে ভয়াবহ আগুন। ঘটনাটি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওহিওর পশ্চিম প্যালেস্তাইনে। নরফ্লক সাউর্দানের একটি ট্রেন ৫০ টি কন্টেনারে ভিনালইল ক্লোরাইড নিয়ে আসছিল। রাস্তায় আসার পথে আচমকাই উল্টে গিয়ে আগুন ধরে যায় ট্রেনটিতে। কন্টেনারের মধ্যে থাকা বিষাক্ত ভিনাইল ক্লোরাইড বের করে দেওয়ার পর থেকেই সৃষ্টি হয়েছে সমস্যা। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বোর্ডের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বিস্ফোরনের বিশাল অগ্নিশিখার ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রায় এক সপ্তাহ আগে ঘটে যাওয়া এই ঘটনার পরই সেখানকার বসবাসকারী মানুষদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই বিষাক্ত এই গ্যাসের প্রভাবে সেখানকার বন্য এলাকা গুলি প্রায় ধ্বংসস্তুপে পরিনত হয়েছে।
A massive, LETHAL ECOLOGICAL DISASTER recently occurred in East Palestine Ohio. A train that was carrying 20 TRAINS of hazardous polyvinyl chloride and other toxic chemicals derailed & exploded. Police are arresting reporters who are reporting on the story. Water is contaminated. pic.twitter.com/QbAaWdeMWD
— Laura Loomer (@LauraLoomer) February 13, 2023
BREAKING:- Chemicals released into the surrounding area of Palestine, Ohio after train derailment.
Animals are dying all around the area and people becoming very ill !@POTUS@JasonMillerinDC @JamesHarvey2503 pic.twitter.com/fcLZPF20Dp
— Stan Voice of Wales (@StanVoWales) February 12, 2023