উত্তর কোরিয়ায় (North Korea) বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উত্তর কোরিয়ায় এই মুহূর্তে ২ মিলিয়ন মানুষ কোভিডের (COVID 19) কবলে বলে রিপোর্টে প্রকাশ। গত সপ্তাহ থেকে উত্তর কোরিয়ায় ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিমের দেশে বেশিরভাগ মানুষের টিকাকরণ হয়নি। যার জেরেই করোনার এই বাড়বাড়ন্ত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় এক জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে এ পর্যন্ত কিম জং উনের দেশে ৬৩ জনের করোনায় মৃত্যুর খবর মিলেছে। কোরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মুহূর্তে দেশে ১.৯৮ মিলিয়ন মানুষ কোভিডের কবলে। এপ্রিলের শেষ থেকে উত্তর কোরিয়ায় ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন: Pallavi Dey: রাতে দেরিতে বাড়ি ফিরলে পরদিন দরজায় তালা ঝুলত পল্লবীর, দেখুন ভিডিয়ো
পাশাপাশি উত্তর কোরিয়ায় করোনার ওমিক্রন প্রজাতির সংক্রমণ বাড়ছে বলে জানানো হয় সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে। করোনা সংক্রমণের জেরে এই মুহূর্তে উত্তর কোরিয়ায় ৭৪০,১৬০ জন কোয়ারেন্টিনে রয়েছেন বলে খবর।