গত মঙ্গলবার রাতে ইজরায়েলের (Israel) উদ্দেশ্যে শ'খানেক ব্যালাস্টিক মিসাইল ছুড়েছিল ইরান। তবে সেই হামলাকে ইজরায়েলের ডিফেন্স সিস্টেম সফলভাবে প্রতিহত করতে পেরেছে, বুধবার এমনটাই দাবি করলেন বিদেশমন্ত্রক। সেই সঙ্গে এই হামলায় কোনও হতাহত হয়নি বলেও নিশ্চিত করেন ইজরায়েলের বিদেশমন্ত্রকের মুখপাত্র অ্যালেক্স গ্যান্ডলার। ইজরায়েলের দাবি, গতকালের হামলায় কমপক্ষে ১৮০টির বেশি মিসাইল ছুড়েছিল ইরান। তবে তাঁদের সম্পূর্ণ পরিকল্পনা ভেস্তে দিতে সফল ইজরায়েল। পাশাপাশি এই হামলার কড়া নিন্দাও করা হয়েছে এদিন।

বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, গতকাল ইরান ও ইআরজিসি যে হামলা চালিয়েছিল তা সফলভাবে প্রতিহত করেছে ইজরায়েল। ইরানকে মোকাবিলা করার জন্য আমাদের একাধিক কৌশলগত পদক্ষেপ রয়েছে। হেজবুল্লা, হামাস, হুথির মতো যে কোনও প্রক্সি হামলাই হোক না কেন সেগুলি প্রতিহত করার ক্ষমতা রাখে ইজরায়েল। এটা পরিস্কার যে ইরান ইজরায়েলের বিরুদ্ধে একটি বৈশ্বিক ফ্রন্ট খুলেছে। এই হামলায় কোন ইজরায়েলের নাগরিক আহত বা নিহত হননি। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে অধিকাংশ মিসাইল প্রতিহত করা গিয়েছিল।