New York Bus Crash (Photo Credit: X/Screengrab)

New York Bus Crash: নিউ ইয়র্কে ভয়াবহ বাস (New York Bus Crash) দুর্ঘটনা। নায়গ্রা জলপ্রপাত  দেখে ফেরার সময় পর্যটক বোঝাই বাসটি দুর্ঘটনায় পড়ে। যার জেরে কমপক্ষে ৫ জনের মৃত্য়ু হয়েছে। নিউ ইয়র্কে যে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে, সেখানে ভারতীয় এবং চিনা পর্যটকরা ছিলেন বলে জানা যায়।

রিপোর্টে প্রকাশ, নায়গ্রা জলপ্রপাত দেখে ফেরার সময় ওই পর্যটক বোঝাই বাসে ৫৪ জন ছিলেন। আর সেখানেই ছিলেন ভারতীয় (Indians) এবং চিনের (Chinese) একাধিক পর্যটক।

প্রত্যক্ষদর্শীদের কথায়, বাস চালানোর সময় অন্যমনস্ক হয়ে হয়ে পড়েন চালক। যার জেরে মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার পরপরই নিউ ইয়র্কের পুলিশ সেখানে পৌঁছে যায়। কাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে দুর্গটনার মুখ পড়ে বাসটি...

 

পুলিশ সূত্রে খবর, ৫৪ জনের মধ্যে ৫ জনের হঠাৎ করেই মৃত্য়ু হয় ঘটনার ভয়াবহতায়। বাকিদের চোট, আঘাত লেগেছে। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।

আমেরিকা, কানাডা সীমান্তে রয়েছে নায়গ্রা জলপ্রপাত। প্রেমব্রোকের কাছে বাসটি হঠাৎ করে দুর্ঘটনার মুখে পড়ে।