ছোট ছোট নৌকায় করে সাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসীর অবৈধভাবে ব্রিটেনে আসা ঠেকাতে ব্রিটেনের সরকার এক বিতর্কিত নতুন আইন করার কথা ঘোষণা করেছে।
মঙ্গলবার (৭ মার্চ) যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভায় আজ এ আইনের বিস্তারিত তুলে ধরে বলেছেন, এই অভিবাসীদেরকে আটক করা হবে এবং তার পর দ্রুত তাদের নিজদেশে ফেরত পাঠানো হবে।প্রতি বছরই হাজার হাজার অভিবাসী নৌকায় করে বিপজ্জনক পথে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসছে।গত বছর ব্রিটেনে এভাবে ৪৫,০০০ অভিবাসী এসেছে এবং গত দু’বছরে এ সংখ্যা পাঁচগুণ বেড়েছে।তাদের মধ্যে ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া, আলবেনিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া, সোমালিয়া, ও সুদানসহ নানা দেশ থেকে আসা লোক রয়েছে।
আজ সেই আইনের উল্লেখ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন- যে অভিবাসীরা অবৈধভাবে নৌকায় করে ব্রিটেনে আসবে তাদের প্রথমে "আটক করা হবে, তারপর তাদেরকে নিজ নিজ দেশে অথবা রোয়াণ্ডায় পাঠানো হবে। শুধু তাই নয় এরপর তাঁরা যে দেশেরই অভিবাসী হন না কেন এরপর থেকে ব্রিটেনে তাদের "পুনরায় প্রবেশ নিষিদ্ধ" করা হবে।