Photo Credit Wikipedia

প্রবল চাপের মধ্যে অবশেষে নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন নেতানিয়াহু। সোমবার বিচারব্যবস্থায় পরিবর্তন সংক্রান্ত বিষয়ে যে পরিবর্তনের ভাবনা তিনি করেছিলেন সেই বিলে আপাতত সই করলেন না তিনি।

নতুন এই নীতির জেরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর ক্ষমতা চালানোর অধিকার আনতে চলেছিল নেতানিয়াহুর সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কিছু সপ্তাহ ধরে রাস্তায় নেমেছিলেন ইজরাইলের সাধারন মানুষ। আপাতত ছুটির কারনে পার্লামেন্ট বন্ধ, পার্লামেন্ট খোলার পর আবার এই বিষয়ে সবাইকে নিয়ে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইজরাইলে বক্তব্য দেওয়ার সময় তেল আভিভ এবং জেরুজালেমে সাধার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবং বিরোধী পক্ষ থেকে বিচারব্যবস্থাকে নিশানায় আনার  প্রতিবাদে প্রচুর মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন নেতানিয়াহুর বিরুদ্ধে।

বর্তমানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু।তবে তা  বারবার তিনি অস্বীকার করেছেন।  এই বিচারব্যবস্থার পরিবর্তনের জেরে সাধারন মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে মানুষের অধিকার হরণ হবে না বলে আশ্বাস দিয়েছিলেন নেতানিয়াহু। যদিও এই ধরনের কোন আশ্বাস পাওয়া গেছে বলে মনে হয় না।

দেশের প্রতিরক্ষামন্ত্রীকে এই ইস্যুতে বেশ কিছুদিন আগেই বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। প্রতিরক্ষামন্ত্রী ইয়ায়োভ গ্যালান্ট জানিয়েছিলেন, যে বিচার ব্যবস্থাকে পরিবর্তনের সিদ্ধান্ত দেশে সমস্যার সৃষ্টি করতে পারে।  যদিও প্রতিরক্ষামন্ত্রীর বরখাস্তের পরই রাস্তায় বিক্ষোভে নামে সাধারন মানুষ।