Lord Ram Not Indian But Nepali: ‘প্রকৃত অযোধ্যা নেপালে অবস্থিত, রাম ভারতীয় নন’, কাঠমান্ডু থেকে বিস্ফোরক দাবি কেপি শর্মা ওলির
কেপি শর্মা ওলি (Photo Credits: KP Sharma Oli Facebook)

কাঠমান্ডু, ১৪ জুলাই: প্রকৃত অযোধ্যা ভারতে নয়, নেপালে রয়েছে। আর ভগবান রাম নেপালি, ভারতীয় নন। সোমবার এই দাবি তুললেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (Nepal PM KP Sharma Oli)। তাঁর অভিযোগ, নেপালের বীরগঞ্জের উত্তরাংশে ভগবান রামের রাজধানী রয়েছে। তা সত্ত্বেও অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরিতে ব্যস্ত ভারত। ভানু জয়ন্তী উপলক্ষে নেপালি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, “আমরা সংস্কৃতিগত ভাবে কিছুটা নিপীড়িত হয়েছি। আমরা এখনও বিশ্বাস করি যে আমরাই ভারতীয় যুবরাজ রামকে সীতা দিয়েছিলাম। তবে তিনি অযোধ্যার রাজা ছিলেন, ভারতের নয়। বীরগঞ্জের পশ্চিমাংশের একটি গ্রামের নাম অযোধ্যা। ভারতের তৈরি করা অযোধ্যা নয়।” North Bengal Bandh: বিধায়কের মৃত্যুতে ডাকা উত্তরবঙ্গ বনধ সফল করতে পথে বিজেপির কর্মী সমর্থকরা, রায়গঞ্জে উত্তেজনা

তিনি আরও বলেন, আমরা এখনও ভাবি যে ভারতের যুবরাজ রামের হাতে  সীতাকে তুলে দিয়েছিলাম। যদি ভারতের দাবি করা এলাকা অযোধ্যা হয় তাহলে কেমন করে এতটা পথ পেরিয়ে একজন যুবরাজ জনকপুরে বিয়ে করতে এলেন? জনকপুর নেপালে আর অযোধ্যা কিনা ভারতে? তখন তো টেলিফোনও ছিল না। মোবাইল তো দূরের কথা। তাহলে তিনি কীকরে জনকপুরের কথা জানলেন।