কাঠমাণ্ডু, ১১ সেপ্টেম্বর: অশান্ত নেপালের (Nepal Unrest) ছবি দেখছে গোটা বিশ্ব। হিমালয়ের কোলে যে ছোট্ট দেশ (Nepal Protests) রয়েছে, সেখানে কীভাবে উত্তেজনা হু হু করে ছড়িয়ে পড়ে, তার প্রত্যক্ষ বিবরণ দিলেন এক ব্রিটিশ ভ্লগার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হ্যারি নামের ওই ভ্লগার (British Vlogger) নেপালের ভিডিয়ো (Nepal Video) শ্যুট করেন। যে ভিডিয়োতে দেখা যায়, কীভাবে নেপাল জ্বলতে শুরু করেছে।
একের পর এক ভিডিয়ো থেকে উঠে আসতে শুরু করে, নেপালের প্রতিরোধ, বিক্ষোভ। ব্রিটেনের ওই ব্রিটিশ ভ্লগারের ক্যামেরায় ধরা পড়ে নেপালের গাড়ি ভাঙচুরের ঘটনা, বড় বড় বাড়ি, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়ার ঘটনা।
ব্রিটেনের ওই ভ্লগার নিজের মোটরবাইকের একাধিক ভ্লগের জন্য জনপ্রিয়। তবে তিনি নেপালে থাকাকালীন যে ভিডিয়ো শ্যুট করেন, তার ভিউস ৫ মিলিয়ন পার করে গিয়েছে। হ্যারির ক্যামেরায় নেপালের একের পর এক ভিডিয়ো উঠে আসতে শুরু করে। যা দেখে গোচা বিশ্বের মানুষ কার্যত অবাক হয়ে যান।
দেখুন হ্যারি কোন ভিডিয়ো পোস্ট করেন...
View this post on Instagram
কে এই ব্রিটিশ ভ্লগার হ্যারি
ব্রিটেনের এই ভ্লগার বিখ্যাত তাঁর বিভিন্ন ট্রাভেল ভ্লগের জন্য। বাইক নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এলং সেখান থেকেই ভিডিয়ো শ্যুট করেন। সম্প্রতি হিমাচল প্রদেশে হাজির হন ব্রিটিশ ভ্লগার হ্যারি। হিমাচল প্রদেশ থেকে একাধিক ভিডিয়ো পোস্ট করেন তিনি।
থাইল্যান্ড হোক কিংবা নেপাল, হ্যারি নামের এই ব্রিটিশ ভ্লগারের ক্যামেরার বিভিন্ন দেশের খণ্ডচিত্র উঠে আসে। এবার তাঁর ক্যামেরায় উঠে এল নেপালের অশান্ত পরিস্থিতি। উত্তপ্ত নেপাল থেকে হ্যারি দেখালেন, হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশের কী পরিস্থিতি বর্তমানে।