অশান্ত নেপাল (Nepal Unrest) থেকে একের পর এক ভিডিয়ো সামনে উঠে আসছে। নেপাল (Nepal Protests) থেকে প্রত্যেক মুহূর্তে যেমন ভিন্ন ভিন্ন খবর উঠে আসছে, তেমনি নানা ধরনের ছবিও চোখে পড়েছে। এবার তেমনই একটি ছবি সামনেপ্রচণ্ড, আসে। যেখানে দেখা যায়, নেপালের জনপ্রিয় নেতা প্রচণ্ডর (Politician Prachanda) মেয়ের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা প্রচণ্ড ওরফে পুষ্প কুমার দাহাল নিজের মেয়েকে যে বাড়ি উপহার দেন, সেখানেই চালানো হয় ভাঙচুর। পুষ্প কুমার দাহালের মেয়ের বাড়িতে ভাঙচুর চালিয়ে, সেখানকার জিনিসপত্র ছুঁড়ে ফেলা হয়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে।
প্রচণ্ডর অর্থাৎ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে যেভাবে ভাঙচুর চালানো হয়, তা দেখে মানুষ শিউরে ওঠেন।
প্রসঙ্গত নেপালের আরও এক প্রধানমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর স্ত্রীকেও জ্ব্যান্ত জ্বালিয়ে দেওয়ার ভিডিয়ো সামনে আসেতই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।
দেখুন প্রচণ্ডর মেয়ের বাড়িতে কীভাবে ভাঙচুর চালানো হয়...
Nepalese youths destroyed a house gifted to the daughter of a prominent politician, Prachanda, using taxpayer money. At the time, Prachanda was the Leader of the Opposition in Nepal's House of Representatives! pic.twitter.com/uJlwZWRqXm
— The Kenyan Vigilante (@KenyanSays) September 10, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)