Plane Crash.jpg (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ২৪ জুলাই: নেপালে (Nepal) সৌর্য এয়ারলাইন্সের বিমান (Plane Crash) ভেঙে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।  সৌর্য এয়ারলাইন্সের যে বিমানটি পোখরা যাওয়ার পথে কাঠমাণ্ডু বিমানবন্দরে ভেঙে পড়ে, সেখানে ১৯ জন যাত্রী ছিলেন। সেই ১৯ জনের মধ্যে বিমানের চালক মণীষ শাক্যকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্টে প্রকাশ, বিমানের চালক ভিন্ন ১৮ জনই মৃত। বুধবার সকাল ১১টা নাগাদ কাঠমাণ্ডু বিমানবন্দরে ওই বিমানটি ভেঙে পড়ে। যে খবর পেতেই পুলিশ এবং দমকলের কর্মীরা হাজির হন এবং উদ্ধার কাজ শুরু করেন।

আরও পড়ুন: Nepal Plane Crash: নেপালে ভেঙে পড়ল বিমান, ১৯ জনই কি মৃত? দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য কাঠমাণ্ডুতে

দেখুন ভিডিয়ো...

রিপোর্ট প্রকাশ, ১৯ জনকে নিয়ে নেপালের সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। সকাল ১১টা নাগাদ বিমানটি হঠাৎ করে দুর্ঘটনার মুখে পড়ে। তাও আবার ভয়াবহভাবে। জানা যায়,কাঠমাণ্ডুতে যখন বিমানটি উড়তে যায়, সেই সময় সেটি অকস্মাৎ ভেঙে পড়ে। প্রসঙ্গত, নেপালে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণবিন্দু হল পোখরা। সেই পোখরাগামী বিমান ভেঙে পড়তেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।