টানা বৃষ্টিতে গত বৃহস্পতিবার থেকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে নেপালে। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপাল। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। নেপাল পুলিশ জানিয়েছে, বন্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে সংযুক্ত জাতীয় সড়কগুলোসহ দেশব্যাপী প্রায় সব সড়কই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই বন্যায় মৃতের সংখ্যা ২৪১ এর কাছাকাছি। আহত ১৫০ জনের বেশি। এছাড়া অন্তত ২৯ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি বন্যাদুর্গত বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ করছেন উদ্ধারকর্মীরা। ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক অঞ্চল তলিয়ে যাচ্ছে বন্যার জলে। আকস্মিক বন্যার মুখে ঘরবাড়ি ছেড়ে অসহায় অবস্থায় দিনযাপন করছেন কাঠমান্ডুর বাসিন্দারা।
নেপালের আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনে নেপালে ৩২২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। কয়েক দশকের মধ্যে এমন অতিভারী বৃষ্টিপাত দেখেননি বলেও জানান আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, জুনের প্রথম থেকে শুরু হওয়া এবারের বর্ষার মরশুমে গড়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে নেপালে। যার ফলে এমন আকস্মিক বন্যা দেখা দিয়েছে। একটানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ঘটছে ভূমিধসের ঘটনাও।
#NepalFlood: As many as 241 people have lost their lives while 29 others are still missing in the recent rain-induced floods and landslides. Another 158 people have sustained injuries. pic.twitter.com/AK5wekGDkR
— All India Radio News (@airnewsalerts) October 2, 2024