কাঠমাণ্ডু, ৮ সেপ্টেম্বর: নেপালে (Nepal Protests) সোশ্যাল মিডিয়া (Social Media Restriction) বন্ধ নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেমন সরব হয়েছেন জেন জ়ির ছেলেমেয়েরা, তেমনি সোশ্যাল মিডিয়া ব্যবহারে কেন বাধ্যবাধতা তৈরি করা হয়েছে দেশে, তা নিয়ে ঝড় বইতে শুরু করেছে হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশে।
নেপাল সংসদ ভবন লক্ষ্য করে সোমবার প্রতিবাদীদের মিছিল এগোতে শুরু করে। যা নিয়ে তোলপাড় হয়ে যেতে শুরু করে গোটা দেশ। বিক্ষোভকারীরা নিজেদের দাবিদাওয়া নিয়ে নেপালের সংসদ ভবনের দিকে এগোতে শুরু করলে, পুলিশ বাধা দেয়। তারপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় তাঁদের। যা নিয়ে নেপাল কার্যত উত্তাল হয়ে উঠতে শুরু করে।
সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন উত্তাল নেপাল,সেই সময় জেনারেশন জ়ি এর বিক্ষোভে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিভিন্ন বাধ্য বাধকতার বিষয় নিয়ে প্রতিবাদ শুরু হয়। যার জেরে কাঠমাণ্ডু উত্তাল হতে শুরু করে।
যুব সমাজের এই বিক্ষোভে ঘৃতাহুতি দেয় তারকাদের সমর্থন। নেপালের তারকারা যুব সমাজের এই বিক্ষোভকে সমর্থন করেন। অভিনেতা থেকে নেপালি গায়ক, প্রত্যেকে সে দেশের যুব সমাজের এই বিক্ষোভকে সমর্থন করে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। যার জেরে বিক্ষোভ আরও জোরদার হয়ে উঠতে শুরু করে নেপালে।
দেখুন নেপালে কীভাবে ফুটছে প্রতিবাদ, প্রতিরোধের আগুন...
Massive protests erupt in #Nepal as GenZ activists storm Parliament, rallying against the social media ban and government corruption. Clashes intensify between young demonstrators and police pic.twitter.com/uDIXEVrWAC
— Simi Singh (@SinghSimi30193) September 8, 2025
নেপালে জ্বলতে শুরু করেছে বিক্ষোভের আগুন...
#Watch | In response to the Nepal government's ban on social media platforms, hundreds of young people staged a major protest in Kathmandu.
The Youth Brigade led the demonstrations, voicing opposition to the government's restrictions on digital freedom. pic.twitter.com/1bTvTIU6bn
— United News of India (@uniindianews) September 8, 2025