Nepal Protests (Photo Credit: X/Screengrab)

কাঠমাণ্ডু, ৮ সেপ্টেম্বর:  নেপালে (Nepal Protests) সোশ্যাল মিডিয়া (Social Media Restriction) বন্ধ নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেমন সরব হয়েছেন জেন জ়ির ছেলেমেয়েরা, তেমনি সোশ্যাল মিডিয়া ব্যবহারে কেন বাধ্যবাধতা তৈরি করা হয়েছে দেশে, তা নিয়ে ঝড় বইতে শুরু করেছে হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশে।

নেপাল সংসদ ভবন লক্ষ্য করে সোমবার প্রতিবাদীদের মিছিল এগোতে শুরু করে। যা নিয়ে তোলপাড় হয়ে যেতে শুরু করে গোটা দেশ। বিক্ষোভকারীরা নিজেদের দাবিদাওয়া নিয়ে নেপালের সংসদ ভবনের দিকে এগোতে শুরু করলে, পুলিশ বাধা দেয়। তারপরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় তাঁদের। যা নিয়ে নেপাল কার্যত উত্তাল হয়ে উঠতে শুরু করে।

সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন উত্তাল নেপাল,সেই সময়  জেনারেশন জ়ি এর বিক্ষোভে সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিভিন্ন বাধ্য বাধকতার বিষয় নিয়ে প্রতিবাদ শুরু হয়। যার জেরে কাঠমাণ্ডু উত্তাল হতে শুরু করে।

আরও পড়ুন: Nepal: নেপালে নিষিদ্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো একাধিক সোশাল মিডিয়া অ্যাপ, প্রতিবাদে রাস্তায় নেমেছে সাংবাদিকরা

যুব সমাজের এই বিক্ষোভে ঘৃতাহুতি দেয় তারকাদের সমর্থন। নেপালের তারকারা যুব সমাজের এই বিক্ষোভকে সমর্থন করেন। অভিনেতা থেকে নেপালি গায়ক, প্রত্যেকে সে দেশের যুব সমাজের এই বিক্ষোভকে সমর্থন করে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। যার জেরে বিক্ষোভ আরও জোরদার হয়ে উঠতে শুরু করে নেপালে।

দেখুন নেপালে কীভাবে ফুটছে প্রতিবাদ, প্রতিরোধের আগুন...

 

নেপালে জ্বলতে শুরু করেছে বিক্ষোভের আগুন...