Representational Image (Photo Credits: File Photo)

মায়ানমারের সেনাবাহিনী জুন্টার তরফে একটি গ্রামে বোমাবর্ষনের খবর পাওয়া গেছে। সাগাইং এলাকায় বোমাবর্ষন করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গবার গভীর রাতে এই খবর প্রকাশ করা হয়েছে কতৃপক্ষের তরফে।

বোমাবর্ষনের ঘটনায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া  গেছে।যার মধ্যে শিশুও রয়েছে। আং সাং-সু কির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পরেই এই ধরনের বেশ কিছু এয়ারস্ট্রাইক চালিয়েছে জুন্টা। সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০০০ জনকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

এক প্রত্যক্ষদর্শীর কাছ  থেকে জানা গেছে, একটি মিটিং এর জন্য যখন সমস্ত মানুষ একত্রিত হচ্ছিলেন ঠিক সেই সময় বিমান থেকে বোমাবর্ষণ করা হয়। তার ঠিক ৩০ মিনিট পর একটি হেলিকপ্টার এসে যথেচ্ছভাবে গুলি চালনা শুরু করে।

ঘটনাটি ঘটেছে মান্দালয় থেকে ১১০ কিমি উত্তরে একটি পাজিগই নামের একটি গ্রামে।অনেকের মতে শুধু বোমাবর্ষনের জন্যই নয় এর পাশাপাশি এলাকায় মাইন বিছিয়ে রাখার ফলেও অনেকেই প্রাণ হারিয়েছেন।