নয়াদিল্লি: পাকিস্তানে (Pakistan) সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। দেশের পরবর্তী সরকার কারা গঠন করবে তা নির্ধারিত হবে আজকের এই ভোটেই। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত।
পাকিস্তানে এবারের নির্বাচনে (Pakistan Election) প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ হাজারেরও বেশি প্রার্থী। নির্বাচনে অংশ নিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন, বিলাওয়াল ভুট্টোর পিপিপিসহ ছোট-বড় প্রায় ১৪টি রাজনৈতিক দল। তবে নির্বাচনের ময়দানে নামতে পারেনি ইমারন খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।সম্প্রতি কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন ইমরান ও তাঁর স্ত্রী। যে কারণে ইমরাণের দল্কে নির্বাচনে অংশ নিতে দেওয়ানি।
উল্লেখ্য, ইমরান খানের দলের প্রায় ২৩৬ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন বলে সূত্রের খবর।