ফের রেড সি-তে পণ্যবাহী জাহাজে হামলা। এবারও মার্কিন পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে রকেট ছুড়ে সেটিকে মিসাইল ছুড়ে ধ্বংসের চেষ্টা করা হল। ইয়েমনের কাছেই হয় এই হামলা। মিসাইল হামলার পর মার্কিন সুবিশাল জাহাজটি থেকে ভয়াবহ আগুন বের হতে দেখা যায়।
স্বাভাবিকভাবেই এটি হাউতিদের হামলা বলেই মনে করা হচ্ছে। হাউতি-রা আগেই জানিয়েছিল, ইজরায়েল যতক্ষণ না গাজা বা প্যালেস্টাইনের ওপর আক্রমণ বন্ধ করছে, ততদিন রেড সি-তে চলাচলকারী ইজরায়েল, আমেরিকা, বা তাদের সহযোগীদের যাত্রী ও পণ্যবাহী সব জাহাজের ওপর হামলা চালানো হবে। ক মাস আগেই ইজরায়েলের এক যাত্রীবাহী জাহাজকে আকাশপথ থেকে উড়ে এসে ঢুকে পড়ে পণবন্দি বানিয়েছিল হাউতিরা। গত কয়েকদিনে ইয়েমেনের কাছে রেড সি-তে বারবার মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
দেখুন খবরটি
Missile hits U.S.-owned cargo ship near Yemen, causing a fire - BBC
— BNO News (@BNONews) January 15, 2024
হাউতিদের ওপর পাল্টা আক্রমণ চালিয়েছে আমেরিকা ও ইংল্যান্ড। রেড সি-তে হাউতিদের একের পর এক পণ্যবাহী জাহাজে আক্রমণের পর আন্তর্জাতিক বানিজ্যে বড় প্রভাব পড়ছে।