বিশ্ব সুন্দরীর মঞ্চে বুরকিনি। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সুুইম স্যুট পর্বে বুরকিনি পরে হাজির হলেন মিস পাকিস্তান এরিকা রবিন। গোলাপী রঙের বুরকিনিতে গোটা শরীর ঢেকে, বিশ্ব সুন্দরীর মঞ্চে হাজির হন এরিকা। ফলে মিস পাকিস্তানের বুরকিনি পরা ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় হু হু করে।
View this post on Instagram