Milan Is Burning (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৩ সেপ্টেম্বর: প্যালেস্তাইন-পন্থীরা (Palestine) এবার প্রবল বিক্ষোভ শুরু করলেন ইতালি জুড়ে। প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে অস্বীকার করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)।  ইতালির (Italy)  প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পর প্রায় ১০ হাজার প্যালেস্তাইন-পন্থী মিলানের রাস্তায় নামেন। এরপরই মেলোনির বিরুদ্ধে শুরু হয় প্রবল বিক্ষোভ।

প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে অস্বীকার করায় মিলানে (Milan Is Burning) ভাঙাচুর শুরু করেন বিক্ষোভকারীরা। একাধিক জায়গায় শুরু হয় প্রবল বিক্ষোভ। ভাঙচুর। মিলানে বসবাসকারী প্যালেস্তিনীয়দের বিক্ষোভের জেরা কার্যত অবরুদ্ধ হয়ে যায় ইতালির এই শহর। ভয়াবহ পরিস্থিতি হয় মিলানের। ইতালির পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করতে গেলে, মারপিট আরও জোরদার হয়।

উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে মারপিট শুরু করে। যার জেরে ৬০ জন পুলিশ আহত হন বলে জানা যায়। যা নিয়ে গোটা মিলান জুড়ে ছড়িয়ে পড়ে প্রবল উত্তেজনা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। ১৪০০ মানুষকে হত্যা করা হয়। সেই সঙ্গে চলে অপহরণ প্রক্রিয়া। ৭ অক্টোবর হামাসের হামলার পরদিন থেকে ইজরায়েল পালটা হামলা চালায় গাজ়ায়। সেই থেকে হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষ অব্যাহত। ইজরায়েলি হামলায় যখন একের পর এক মৃত্যুর খবর মিলছে, সেই সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি কেন প্যালেস্তাইনকে পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করলেন, তা নিয়ে প্রবল বিক্ষোভ শুরু করে।

আরও পড়ুন: Hamas Cruelty: ইজরায়েলকে সাহায্যের অভিযোগ, ৩ প্যালেস্তিনীয়র চোখ বেধে নির্মম হত্যা হামাসের, শিউরে উঠল গোটা বিশ্ব

দেখুন মিলানের কী পরিস্থিতি...