Hamas Executes 3 Palestinians (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৩ সেপ্টেম্বর: এবার ভয়াবহ কাণ্ড ঘটাল হামাস (Hamas)। ইজরায়েলের (Israel) সঙ্গে আঁতাতের অভিযোগে পরপর ৩ প্যালেস্তিনীয়কে (Palestinian) হত্যা করল এই জঙ্গি গোষ্ঠী। প্রকাশ্যে ৩ প্যালেস্তিনীয়কে শাস্তি দেওয়ার নাম করে তাঁদের হত্যা করে হামাস। গত রবিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর হামাস এই নৃশংস বর্বরতা প্রকাশ করেন। যেখানে শহরের মাঝখানে নিয়ে এসে ৩ প্যালেস্তিনীয়র চোখ বেঁধে তাদের খুন করে ফেলে হামাস।

বিবিসির খবর অনুযায়ী, রবিবার গাজ়া (Gaza) শহরের মাঝখানে নিয়ে আসা হয় ওই ৩ প্যালেস্তিনীয়কে। এরপর ইজরায়েলের সঙ্গে যোগসাজস এবং তাদের খবর সরবাহের অভিযোগে ৩ জনকে হত্যা করা হয়।

৩ প্যালেস্তিনীয়কে হত্যার যে ছবি উঠে আসে সেখানে দেখা যায়, ওই ৩ জনের চোখ বাধা। তারপর তাঁদের হাটু মুড়ে মাটিতে বসানো হয়। এরপর আরবীতে বিভিন্ন কথা বলে প্রকাশ্যে ৩ জনকে হত্যা করা হয়। প্রচণ্ড কোলাহলের মাঝে ওই ৩ প্যালেস্তিনীয়কে হত্যা করে হামাস জঙ্গিরা।

৩ প্যালেস্তিনীয়কে হত্যার পর হাতে লেখা নোট সবার জন্য ছেড়ে যায় হামাস জঙ্গিরা। যেখানে লেখা থাকে, 'তোমরা গুরুতর অপরাধ করেছ। এই অপরাধের জন্য শাস্তি দেওয়া ছাড়া কোনও উপায় নেই। তোমাদের অপরাধের জন্য এই ধরনের গুরুতর শাস্তি দেওয়া হল।'

হামাসের মন্ত্রীদের তরফে জানানো হয়, ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে কাজের অপরাধে প্যালেস্তিনীয় রেজিসটেন্স ফোর্স ওই কাজ করেছে। কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাজ, মুজাহিদিন ব্রিগেড একযোগে ওই ৩ প্যালেস্তিনীয়র হত্যা প্রকাশ্যে করে বলে নিউ ইয়র্ক পোস্টের তরফে জানানো হয়।

দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...

 

জানা যাচ্ছে, ইয়াসির আবু সাদাব নামে এক ব্যক্তি ইজরায়েলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ইজরায়েলি সেনার দখলদারির অন্তর্গত এলাকা রাফায় কাজ করতেন ইয়াসির আবু সাদাব। এই খবর হামাসের কাছে পৌঁছলে সঙ্গে সঙ্গে আবু সাদাবকে হত্যা করা হয় বলে জানা যায়। সেই সঙ্গে আরও ২ জনকে হত্যা করে প্যালেস্তিনীয় এই জঙ্গি গোষ্ঠী।