দিল্লি, ৪ জুলাই: বছরের মাঝামাঝি সময় চলছে। তার মধ্যেই আসছে একের পর এক ছাঁটাইয়ের খবর। আর এবার ছাঁটাই নয়, সরাসরি অফিস বন্ধ করে দিল মাইক্রোসফট। পাকিস্তানে (Pakistan) মাইক্রোসফটের (Microsoft) যে অফিস রয়েছে, তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। ২৫ বছর ধরে চালানোর পর অবশেষে পাকিস্তানে নিজেদের অপারেশন বন্ধ করল মাইক্রোসফট। যে খবর কার্যত আগুনের মত হু হু করে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানে মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান নিজেই এই খবর জানিয়েছেন। জাভেদ বলেন, ২৫ বছর পর পাকিস্তানে অপারেশন বন্ধ করল মাইক্রোসফট। ফলে কত কর্মী যে বেকার হলেন, তা ইয়ত্তা নেই।
পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভাল নয়। রাজনৈতিক পরিস্থিতিও একেবারেই সুস্থ নয়। সেই কারণে পাকিস্তানে ব্যবসা করার মত নিরাপত্তা তারা পাচ্ছে না বলে জানানো হয় মাইক্রোসফটের তরফে। পাকিস্তানে ব্যবসার হারও অত্যন্ত খারাপ। নিম্নমানের। সেই কারণেই পাকিস্তান থেকে পাততাড়ি গুটিয়ে মাইক্রোসফট পাড়ি দিচ্ছে বলে স্পষ্ট জানানো হয়।
প্রসঙ্গত পহেলগাম হামলার পর ভারত অপারেশন সিঁদূর শুরু করে। যার জেরে পাকিস্তানে ভেঙে পড়তে শুরু করে একের পর এক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমও একেবারে ভেঙে দেয় ভারত। গম, আটার সঙ্গে লড়াই করা পাকিস্তানের আম আদমি এই চাপ নিতে পারেননি। ফলে সে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে বলে মনে করা হয় বিভিন্ন মহলের তরফে।