হঠাৎ বন্ধ একের পর এক ওয়েবসাইট

দিল্লি, ৮ জুন: বিবিসি (BBC), নিউ ইয়র্ক টাইমস, সিএনএন-এর (CNN) মতো একাধিক সংবাদ সংস্থার ওয়েবসাইট (Websites) হঠাৎ করে বন্ধ হয়ে যায় মঙ্গলবার। পাঠকরা যখনই ওই আন্তর্জাতিক সংবাদ সংস্থার ওয়েবসাইটে ক্লিক করতে যান, তাঁদের 'এরর' দেখানো হয়। যা নিয়ে কার্যত শোরগোল শুরু হয়ে যায়।

নিউ ইয়র্ক টাইমস, রেডিট, টুইচ, স্পোটিফাই সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার ওয়েবসাইট খুলতে গেলেই 'এরর ৫০৩' দেখানো শুরু হয়ে যায়। কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কে কোনও সমস্যা হলেই ওই 'এরর ৫০৩' দেখানো হয়। কোনও সংবাদ সংস্থার ওয়েবসাইটের সার্ভার অত্যন্ত ভারি হয়ে গেলেই সেখানে ওই এরর কোড দেখানো হয় বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: বাংলার জন্য 'আর্শীবাদ' চেয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী

তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থার একাধিক ওয়েব সাইটে কেন একই সময়ে একই ধরনের সমস্যা দেখা দিল, তা  নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে অন্তর্জালে।