Photo ANI

হামাস ইজরায়েল যুদ্ধের মধ্যে নতুন করে অশান্তি ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এবার সেই অশান্তি আঁচ পৌছল লন্ডনে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সমর্থনকে কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হয়।সোমবার সন্ধ্যেয় লন্ডনের কেসিংটন টিউব স্টেশনে বচসা থেকে বিক্ষোভে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী।

বিবাদ রুখতে ঘটনাস্থলে পৌছে যায় পুলিশ।তাদের মুখ্য উদ্দেশ্য ছিল যাতে শান্তি বজায় পরাখা যায় দুই গ্রুপের মধ্যে।

হামাসের পক্ষ থেকে ৭ অক্টোবর আচমকাই ইজরায়েলে হানা দেওয়া হয়।বহু পরিমানে রকেট ছাড়ার কারণে ব্যার্থ হয় আয়রন ডোম। যে কারণে প্রায় ৭০০ বেশি মানুষের মৃত্যু হয় ইজরায়েলে।

ঘটনার জেরে ইজরায়েলের পক্ষ নিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি শুনককে। লন্ডনের মেয়র সাদিক খান এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তিনি লন্ডনের জিউসদেরা পাশে রয়েছেন বলে জানান।

আগামী দিনে দুপক্ষের তরফেই আরও বেশি প্রতিবাদ দেখা যাবে আগামী দিনে।অক্সফোর্ড স্ট্রীটের বিবিসি বিল্ডিংয়ে প্যালেস্তানীয় সমর্থকদের একটি বিশাল ভীড় দেখা যেতে পারে বেশ কয়েকদিনের মধ্যেই।

এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর তরফে গাজাতে সমস্ত ধরনের ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।বন্ধ করা হয়েছে বিদ্যুৎ, পানীয় জল সহ নানান রকমের সুবিধা।