LaVell Edwards Stadium Fireworks Incident (Photo Credits: X)

৪ জুলাই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়। উটাহের (Utah) প্রোভোতে (Provo) লাভেল এডওয়ার্ডস স্টেডিয়ামে (LaVell Edwards Stadium) স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে ঘটে গেল চরম বিপত্তি। আতশবাজি দিকভ্রষ্ট হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। যার ফলে স্টেডিয়ামে উপস্থিত বহু দর্শক আহত হন বলে খবর। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে (America’s Freedom Festival) উটাহের প্রোভোতে লাভেল এডওয়ার্ডস স্টেডিয়ামে হাজির হয়েছিলেন লক্ষাধিক দেশবাসী। সকলে একসঙ্গে দেশের স্বাধীনতা দিবসের উদযাপনে সাক্ষী থাকবেন বলে। জাতীয় সঙ্গীত চলাকালীন শুরু হয় আতশবাজি ফাটানো। আচমকা বেশ কিছু আতশবাজি  দিগ্বিদিক শূন্য হয়ে আকাশের দিকে না গিয়ে স্টেডিয়ামে থাকা দর্শকের দিতে ধেয়ে আসতে শুরু করে।

আনন্দ উৎসবের অনুষ্ঠান নিমেষে বিশৃঙ্খলার চেহারা নেয়। আতশবাজি (Fireworks) ধেয়ে আসছে দেখে নিজেদের বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন সকলে। শুরু হয় হুড়োহুড়ি। ঘটনায় বহু মানুষের আহত হওয়ার খবর মিলেছে। কমপক্ষে পাঁচটি মর্টার সরাসরি দর্শকদের দিয়ে গিয়ে ফেটেছে বলে জানা যাচ্ছে। আহতদের সংখ্যা নির্দিষ্ট করে এখনও জানা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

স্টেডিয়ামে থাকা এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, এদিন এক ব্যক্তির মুখের কাছে এসে আতশবাজি ফাটতে দেখেছেন তিনি। ত্রুটিপূর্ণ আতশবাজি বিস্ফোরণের জেরে অবিলম্বে গোটা অনুষ্ঠান বন্ধ করে দেয় আয়োজকরা। প্রায় মিনিট কুড়ির মধ্যে সমস্ত কিছু তদারকি সেরে উপস্থিত সমস্ত অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় শুরু হয় অনুষ্ঠান।