Kim Jong Un: ইউরোপের বদলে চিন থেকে এসেছে চিকিৎসার যন্ত্রাংশ, বিদেশমন্ত্রকের অফিসারকে হত্যার নির্দেশ কিম জং উনের
কিম জং উন (Photo Credits: YouTube)

সিওল, ২৯ এপ্রিল: বিদেশ মন্ত্রকের এক কর্তাকে মৃত্যু দণ্ডাদেশ দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন (Kim Jong Un)৷ জানা গেছে, পিয়ংইয়ঙের এক সরকারি হাসপাতালের জন্য চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি চিন থেকে বরাত দিয়ে নিয়ে এসেছেন উত্তর কোরিয়ার বিদেশ মন্ত্রকের এক কর্তা৷ ইউরোপের বদলে কেন চিন থেকে মেডিক্যাল সাপ্লাইজ এল তানিয়েই বিরক্ত কিম জং উন৷ গত ২৩ এপ্রিল এই খবর প্রকাশ করেছে সিওলের দৈনিক এনকে নামের এক সংবাদ মাধ্যম৷ বিশ্বজুড়ে করোনাভাইরাস মহমারীর চেহারা নেওয়ায় যুদ্ধকালীন প্রস্তুতিতে নতুন হাসপাতাল তৈরি হোক এমনটাই চেয়েছিলেন কিম জং উন৷ তাঁকে দেখিয়েই হাসপাতালের য্ন্ত্রাংশের প্রস্তাবনা তৈরি হয়েছিল৷ আরও পড়ুন-Facebook: ‘ভুলবশত’ ব্লক হয়েছিল #PMNarendraModiResign পোস্ট, সাফাই ফেসবুকের

সেই রিপোর্টে লেখা ছিল, এপ্রিলের শেষে চিন থেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাংশ আসবে৷ এই রিপোর্ট দেখেই কিম জং উনের মাথা গরম হয়ে যায়৷ কারণ তিনি চিন নয় ইউরোপ থেকে চিকিৎসার যন্ত্রপাতি আসুক, এমনটাই আশা করেছিলেন৷ ইউরোপে পড়াশোনা করার দরুণ কিম জং উন জানতেন ইউরোপের দেশগুলিতে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি অত্যন্ত উন্নত মানের হয়৷ আর সেসব যন্ত্রপাতির উফরে কিমের দুর্বলতা ছিল ভালমতো৷ এদিকে চিন থেকে যন্ত্রাংশ আনতে যে সরকারি কর্তা উদ্যোগী হয়েছিলেন৷   ইতিমধ্যেই কিমের নির্দেশে তাঁকে হত্যা করা হয়েছে৷ মৃতের বয়স ৫০-এর কোঠায়৷

চলতি মাসের গোড়াতেই একটা হু এর এক রিপোর্ট প্রকাশ্যে আসে যে উত্তর কোরিয়াতে কোনও করোনা আক্রান্ত রোগী নেই৷ দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও চিনের দিকের দুর্বল সীমান্ত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনাও হয়েছিল ওই রিপোর্টে৷