Facebook: ‘ভুলবশত’ ব্লক হয়েছিল #PMNarendraModiResign পোস্ট, সাফাই ফেসবুকের
ফেসবুক ও মোদি (Photo Credits: PTI, FB)

নতুন দিল্লি, ২৯ এপ্রিল: #PMNarendraModiResign ফেসবুক গত দুদিন ধরে এই ধরনের যাবতীয় পোস্ট হাইড করে দিচ্ছিল৷ এনিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভের পরিবেশ তৈরি হয়৷ এরপরই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের সাফাই, ‘ভুলবশত’ #PMNarendraModiResign সংক্রান্ত পোস্ট ব্লক করা হয়েছে৷ ভারতের করোনা পরিস্থিতি বিপদসীমার উপর থেকে যাচ্ছে৷   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবেশকে কোনওভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না৷ মোদির কারণেই এহেন বিপর্যয়ের সৃষ্টি হয়েছে৷ তাই এই #PMNarendraModiResign দিয়ে ক্ষোভ উগরেছেন নেটিজেনরা৷   আর ফেসবুক সেই পোস্ট কিনা ব্লক করল! তবে ফেসবুকের দাবি, ভারত সরকারের নির্দেশে এই পোস্টগুলি ব্লক করা হয়নি৷ ভুলবশত এই ঘটনা ঘটেছে৷ আরও পড়ুন-WB Assembly Elections 2021: ভোটের দিনে বোলপুরের দলীয় কার্যালয় থেকে খেলবেন অনুব্রত মন্ডল

যতবার সোস্যাল মিডিয়া ইউজাররা মোদি সংক্রান্ত পোস্টটি দেখার চেষ্টা করেছেন ততবারই ফেসবুক থেকে তাঁরা একটা মেসেজ পেয়েছেন৷ যাতে লেখা আছে, কমিউনিটিকে নিরাপদে রাখার জন্য এই পোস্টটিকে সরিয়ে দেওয়া হল৷ ভারত সরকার এই হ্যাশট্যাগ পোস্ট সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেনি৷ বরং ভুল করে এটা ব্লক হয়ে গেছে৷ এই প্রসঙ্গে ফেসবুকের দাবি, মূলত বিষয়বস্তুর কারণেই পোস্ট ব্লক হয়েছিল৷