WB Assembly Elections 2021: ভোটের দিনে বোলপুরের দলীয় কার্যালয় থেকে খেলবেন অনুব্রত মন্ডল
অনুব্রত মণ্ডল

বোলপুর, ২৯ এপ্রিল: আজ রাজ্যের শেষ অর্থাৎ অষ্টম দফার ভোট কলকাতা, মালদা ও বীরভূমে হচ্ছে ভোটগ্রহণ৷ শেষ দফার ভোটে সমস্ত নজর কেড়ে নিয়েছেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল৷ তাঁকে ৬০ ঘণ্টার জন্য নজরবন্দি করেছে কমিশন৷ গতকাল থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরে রয়েছেন তিনি৷ কাল ৩০ এপ্রিল সকাল সাতটা পর্যন্ত এই নজরদারি চলবে বলে খবর৷ তবে গুড় বাতাসা, চড়াম চড়াম, নকুলদানা খাওয়ানো অনুব্রতবাবুকে এতে দমানো কঠিন৷   তিনি ঘরের মধ্যে চারজনেই খেলতে চেয়েছেন৷ এমনকী খেলা হবে-র নতুন ট্রেন্ড সেট করে দিয়ে ইতিমধ্যেই চরম বিপাকে ফেলেছিলেন বীরভূমের জেলা প্রশাসনকে৷ আরও পড়ুন-Pratima Ghosh Dies by COVID-19: করোনায় প্রয়াত শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ

গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি৷ পিছনেই ছিল কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি৷ নানুর ও লাভপুরের পার্টি অফিস থেকে বেরিয়ে আচমকাই অনুব্রতবাবুর গাড়ির চালক গতি বাড়িয়ে দিলে তার আর নাগাল পায়নি কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি৷ বেলা দুটো পর্যন্ত চলে লুকোচুরি৷ জেলাশাসকও তৃণমূলের জেলাসভাপতিকে খুঁজতে চারিদিকে খোঁজখবর করতে শুরু করেন৷ তারপর জানা যায়, তারাপীঠের মন্দিরে পুজো দিচ্ছেন অনুব্রতবাবু৷ সারাদিন নাকানি চোবানি খাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন অনুব্রতবাবুকে খুঁজে পেয়ে ফের নজরদারি শুরু করে৷ বিকেলে কমিশন ফের নোটিস পাঠায় অনুব্রত মন্ডলকে৷

আজ সকাল থেকে আবার শুরু হয়েছে কড়া নজরদারি৷ তবে ভোটের দিন ঘোরাঘুরি করবেন না জেলা সভাপতি৷ তিনি সারাদিন বোলপুরের দলীয় কার্যালয়েই থাকবেন৷ অফিসে বসেই জেলার ভোটের দিকে নজর রাখতে চান তিনি৷