শঙ্খ ঘোষের সঙ্গে প্রতিমাদেবী (Photo Credits: Imanul Haque)

কলকাতা, ২৯ এপ্রিল: আটদিন আগে স্বামীকে কেড়ে নিয়েছিল মারণ ভাইরাস করোনা৷ আজ সেই কোভিডেই প্রাণ হারালেন স্ত্রী৷ কবি শঙ্খ ঘোষের মৃত্যুর আটদিনের মাথায় প্রয়াত তাঁর স্ত্রী প্রতিমা ঘোষ (Pratima Ghosh)৷ তিনিও করোনায় আক্রান্ত ছিলেন৷ গত ১৪ এপ্রিল এই দম্পতির কোভিড রিপোর্ট পজিটিভ আসে৷ ধীরে ধীরে দুজনেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন৷ এমনিতেই বয়সজনিত কারণে নানারকম অসুস্থতা ছিল৷ প্রতিমাদেবীর বয়স হয়েছিল ৮৯ বছর৷ যেদিন শঙ্খ ঘোষের জীবনাবসান হয় সেদিন প্রতিমাদেবীর শারীরিক অবস্থাও ছিল আশঙ্কাজনক৷ মারণ রোগে আক্রান্ত হওয়ার পর স্বামীর মতো তিনিও বাড়িতে নিভৃতবাসে ছিলেন৷ সেখান থেকেই চলছিল যাবতীয় চিকিৎসা৷ আরও পড়ুন-COVID-19 Cases In India: ভয়াবহ করোনা, নতুন আক্রান্ত ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন

গত ২১ এপ্রিল করোনা বাঙালির জাগ্রত বিবেককে কেড়ে নেয়৷ এককথায় রিক্ত হয়ে যায় বাংলার কবি সমাজ৷ আজ চলে গেলেন কবি পত্নী প্রতিমা ঘোষ৷