Photo Credits: ANI

দিল্লি, ৩ অক্টোবর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারত এবং কানাডার মধ্য়ে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। নিজ্জরের খুনের ঘটনায় ভারত যোগের যে দাবি করা হয়েছে কানাডার তরফে, তা দিল্লি নস্য়াৎ করে দেয়। নিজ্জরের খুন নিয়ে ভারত এবং কানাডার মধ্যে টানাপোড়েন শুরু হলে এবার বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। ম্যাথিউ মিলার বলেন, নিজ্জর খুনের তদন্তের বিষয়ে কানাডার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারত এবং কানাডার যৌথ সম্মন্বয়ে যাতে তদন্ত সম্পন্ন হয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলেও জানান ম্যাথিউ মিলার। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে শুক্রবার বৈঠকও হয়েছে বলে জানান মার্কিন প্রতিনিধি।

মিলারের কথায়, নিজ্জর খুনের বিষয়ে ভারত সরকারের সঙ্গে যেমন কথা হয়েছে, তেমনি মার্কিন সরকারও বিষয়টি নজরে রেখেছে। ফলে নিজ্জর খুনে সমস্ত ধরনের সাহায্য ভারত সরকারের তরফে করা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রতিনিধি।

গত ১৮ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর। খালিস্তানি জঙ্গি খুনের পর ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার অভিযোগ উড়ানো হলেও, দিল্লি এবং ওট্টাওয়ার মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে জোর কদমে।