Khalistani Terrorist Killing Row: খালিস্তানি জঙ্গি নির্জ্জর খুনে ভারত যোগের দাবি করলেও, প্রমাণ দিতে ব্যার্থ কানাডা
India, Canada (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২২ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে। কানাডার প্রধানমন্ত্রী নির্জ্জর খুনে ভারত যোগের দাবি করলেও, ট্রুডোর দেশ এখনও সে বিষয়ে কোনও প্রমাণ দিতে পারেনি। নির্জ্জর থুনে ভরত যোগের প্রমাণ দিতে না পারলেও, সে দেশের সংবাদ সংস্থা কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের দাবি, কানাডার গোয়েন্দারা এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, কানাডিয়ান গোয়েন্দারা নির্জ্জর খুনে যে তথ্য সংগ্রহ করেছেন, সেখানে ভারতীয় এজেন্টদের কথোপকথন রয়েছে বলে দাবি জাস্টিন ট্রুডোর দেশের সংবাদ মাধ্যমের। যদিও কানাডার গোয়েন্দাদের এই দাবি নস্যাৎ করা হয়েছ দিল্লির তরফে। নির্জ্জর খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার দাবি পুরোপুরি খারিজ করে দেওয়া হয় ভারতীয় আধিকারিকদের তরফে।

আরও পড়ুন: Canada Based Singer Shubh: 'ভারত আমারও দেশ', খালিস্তানি জঙ্গি আন্দোলনকে সমর্থনের অভিযোগে ভারতে অনুষ্ঠান বাতিল নিয়ে মুখ খুললেন গায়ক শুভ

গত ১৯ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জর। হরদীপের খুনের কয়েক মাস পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, নির্জ্জরের খুনে ভারত যোগ রয়েছে। ট্রুডো র দাবি সামনে আসার পর তা তৎক্ষণাৎ নস্যাৎ করে দেয় ভারত। নির্জ্জরের খুনে ভারতের কোনও যোগ নেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।